কালো পতাকা দেখানো হলো মুকুল রায়কে, সঙ্গে গো ব্যাক স্লোগান বিশেষ খবর রাজ্য December 22, 2017 কালো পতাকা দেখানো হলো মুকুল রায়কে। ঘটনাটি ঘটেছে আমতার গাজিপুরে। ১২ ডিসেম্বর খুন হন শ্যামল ভৌমিক।অভিযোগ উঠেছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তৃণমূল অঞ্চল সভাপতি পলাশ গুঁই এই হত্যাকাণ্ডে জড়িত। আজ বিজেপি নেতা মুকুল রায় শ্যামলবাবুর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তাঁর সাথে ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। আমতা থানার নারিত মোড়ে মুকুল রায়কে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। তাছাড়া বিজেপি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। ১০০ দিনের কাজের টাকা ঠিকমতো না পাওয়ার জন্যই এই প্রতিবাদ বলে জানা গেছে স্থানীয় সূত্রে।পাশাপাশি জানা গেছে পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এলাকার বিজেপি নেতারা। যদিও মুকুল রায়ের এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাই নি। আপনার মতামত জানান -