এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল রায়কে দলে নেওয়া নিয়ে ধোঁয়াশা জিইয়েই রাখল বিজেপি

মুকুল রায়কে দলে নেওয়া নিয়ে ধোঁয়াশা জিইয়েই রাখল বিজেপি

একসময়ের তৃণমূলের অঘোষিত দুনম্বর মুকুল রায় দল ত্যাগ করার পর তাঁকে নিয়ে রাজনৈতিক জল্পনা অব্যাহত। তিনি নিজের দল খুলে পৃথক পথ হাঁটবেন নাকি বিজেপির হাত ধরবেন তা নিয়েই সমস্ত জল্পনা-কল্পনা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মুকুল রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনাই প্রবল। কিন্তু এখনো এই নিয়ে মুকুল রায় বা বিজেপি কারোর তরফেই কোনো সরকারি বিবৃতি পাওয়া যায় নি।
মুকুল রায়কে যিনি সবথেকে বেশি আন্তরিক ভাবে বিজেপিতে চাইছেন বলে খবর, সেই কৈলাশ বিজয়বর্গীয় এদিন যা বললেন তাতে করে ধোঁয়াশা আরো বাড়ল বলেই রাজনৈতিক মহলে চর্চা।একদিকে তিনি যেমন মুকুল রায়ের প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন, অন্যদিকে মুকুল রায়ের যোগদান নিয়ে স্পষ্ট জবাব না দিয়ে উৎকণ্ঠাও বাড়ালেন। কৈলাশ এক প্রকাশ্য জনসভায় বলেন, মুকুল রায়ের সাংগঠনিক ক্ষমতার জোরে দিদি, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। অথচ, এখন সেই মুকুল রায়কেই দল ছাড়তে হয়েছে। যারাই আপনার সঙ্গে থাকে, তাদেরই আপনি খতম করার চিন্তা করেন। কিন্তু মুকুল রায় কি বিজেপিতে যোগদান করছেন, এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেন, মুকুল রায় কোথায় যাবেন, জানা নেই। বহু দলের নেতাই আমাদের দলে আসতে চাইছেন। দল সেই ব্যক্তি সম্পর্কে বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। সময়ই সব বলে দেবে তিনি কি করতে চান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!