এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায় কি এবার ফুল বদল করছেন? কি বলছেন বর্ষীয়ান তৃণমূল নেতা? গুঞ্জন ক্রমশ তীব্র

মুকুল রায় কি এবার ফুল বদল করছেন? কি বলছেন বর্ষীয়ান তৃণমূল নেতা? গুঞ্জন ক্রমশ তীব্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বিজেপির হারের পর যত দিন যাচ্ছে, ততই দলের ভাঙনের আশঙ্কা ক্রমশ চওড়া হচ্ছে। ইতিমধ্যেই বিজেপি থেকে একাধিক নেতা নেত্রী যারা একুশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত তৃণমূলে ধ্বস নামিয়ে দিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে, তাঁরা ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন।

কেউ কেউ খোলা চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন। আবার কেউ গোপনে তৃণমূলে যোগাযোগ রাখছেন বলে খবর। আবার অনেকেই বিজেপিতে থেকেও কার্যত নিজেদেরকে আলাদা করে নিয়েছেন। আর এ রকমই একজন ব্যক্তি হলেন যাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে দলবদল এর ক্ষেত্রে সেই রাজ্যের বিজেপি বিধায়ক তথা কেন্দ্রীয় সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

প্রসঙ্গত মুকুল পত্নীকে হাসপাতালে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে যাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে। অন্যদিকে মুকুল রায় বিধানসভা নির্বাচনের আগে থেকেই কার্যত নিশ্চুপ হয়ে গিয়েছেন বিজেপিতে। তবে তিনি এখনো পর্যন্ত তৃণমূলে যাবেন কিনা তা নিয়ে কিছুই জানাননি। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও এ ব্যাপারে কোন কথা বলা হয়নি।

এই আবহে তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা সৌগত রায়ের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি সৌগত রায় জানিয়েছেন, বিজেপির অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন। তবে সিদ্ধান্ত যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন সে কথাও তিনি জানান।

একইসাথে তিনি দলবদলু নেতাদের দু’ভাগে ভাগ করেছেন। একদিকে সেইসব নেতা-নেত্রীরা রয়েছেন, যারা বিজেপিতে গেলেও বা অন্য দলে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই প্রকাশ্যে অপমান করেননি। অন্যদিকে তৃণমূল থেকে অন্যান্য দলে বা বিজেপিতে যাওয়া এমন কিছু নেতা নেত্রী রয়েছেন, যারা প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করেছেন। আর এ প্রসঙ্গে বলতে গিয়েই সৌগত রায় স্পষ্টভাষায় জানিয়েছেন, মুকুল রায় বিরোধীদলে গেলেও কখনো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোন অপমানজনক কথা বলেননি প্রকাশ্যে। আর  সৌগত রায়ের এই মন্তব্য থেকেই জল্পনা তুঙ্গে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই মনে করছেন, মুকুল রায়ের ক্ষেত্রে হয়তো দল কিছুটা নরম মনোভাব গ্রহণ করতে পারে। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্যদের ক্ষেত্রে যথেষ্ট কঠোর মনোভাব নিতে পারে তৃণমূল শিবির। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ভোটের ক্ষেত্রে দেখা গিয়েছে মুকুল রায় কখনোই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর বিরুদ্ধ প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এভাবে আক্রমণাত্মক হয়ে ওঠেননি। পাশাপাশি ভোটে জিতলেও মুকুল রায় নিজেকে আলাদা করে রেখেছেন। যদিও তিনি পারিবারিক সমস্যার কথা বলেছেন সেক্ষেত্রে।

একইসাথে বিজেপিকে চিন্তায় ফেলেছে মুকুলের বাড়িতে ক্রমাগত তাঁর অনুগামীদের ভিড় বাড়ানো। পাশাপাশি মুকুল-দিলীপ দূরত্ব, মুকুলের নিশ্চুপ থাকা এবং দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে যাওয়ার জল্পনাকে আরো উস্কানি দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা সৌগত রায়ের মন্তব্য যে রাজনৈতিক আলোড়ন আরো বাড়িয়ে তুলল, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। আপাতত আগামী দিনে মুকুল বনাম তৃণমূল- কোন নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে উঠছে কিনা, সেদিকেই এখন নজর রাখছেন রাজনীতির কারবারিরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!