এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “মমতা অকৃতজ্ঞ” বিস্ফোরক মুকুল রায়, কেন বললেন এমন কথা! জেনে নিন বিস্তারিত

“মমতা অকৃতজ্ঞ” বিস্ফোরক মুকুল রায়, কেন বললেন এমন কথা! জেনে নিন বিস্তারিত


 

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। কিন্তু প্রায় বেশ কবছর হল, তৃণমূল নেত্রীর সঙ্গ ত্যাগ করে তিনি ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিলেন। আর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নিজের প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায়।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সময় বিজেপি বিরোধী দল হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন মুকুলবাবু। তৃণমূল কংগ্রেসের নীতি নিয়ে প্রশ্ন করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বিজেপির সঙ্গে জোট করেছিলেন। এখন আবার সেই বিজেপিরই বিরোধিতা করছেন। তাকে স্পষ্ট করতে হবে, তিনি ঠিক কি চাইছেন!” আর এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির জন্মদিনে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তাঁর প্রাক্তন সতীর্থ মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর তৈলচিত্র রাজভবনে উন্মোচিত হয়। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আশ্চর্যজনকভাবে রাজভবনের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হননি মমতা বন্দ্যোপাধ্যায়।

তা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। আর এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর তৈলচিত্র উন্মোচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন মুকুল রায়। এদিন এই হেভিওয়েট বিজেপি নেতা বলেন, “মমতা ব্যানার্জি অকৃতজ্ঞ। 1998 সালে কংগ্রেস যখন ছুড়ে ফেলেছিল, তখন আগলে রেখেছিলেন অটলবিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবানী। মাত্র 7 জন সাংসদ থাকলেও তাকে রেলমন্ত্রী করেছিলেন অটলবিহারী বাজপেয়ী। ওনার অসুস্থ মাকে দেখতে কালীঘাটের বাড়িতে এসেছিলেন।”

বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অটলবিহারী বাজপেয়ির তৈলচিত্র উন্মোচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়া নিয়ে প্রশ্ন তুলে নিয়ে শোরগোল ফেলে দিলেন মুকুল রায়। যা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!