এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি পুরোনো সৈনিক মুকুলকে মাত দিতে চলেছেন মমতা, সম্ভাবনা ঘিরে জল্পনা চরমে

এবার কি পুরোনো সৈনিক মুকুলকে মাত দিতে চলেছেন মমতা, সম্ভাবনা ঘিরে জল্পনা চরমে


প্রায় আড়াই বছর হয়ে গেল তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। একসময় তৃণমূল কংগ্রেসের হর্তা কর্তা বিধাতা বলে পরিচিত মুকুল রায় বিজেপিতে যোগদান করে গেরুয়া শিবিরকে সাফল্য পাইয়ে দিলেও, এখনও পর্যন্ত সেভাবে তেমন কোনো পদ পাননি। এদিকে মুকুলবাবু বিজেপিতে যোগদানের সাথে সাথেই তৃণমূলের অনেক পুরনো নেতাকর্মী মুকুল রায়ের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।

কিন্তু আশ্চর্যজনকভাবে এখনও পর্যন্ত বিজেপিতে তেমনভাবে তিনি কোনো পদ পাননি। নির্বাচনের দায়িত্বে থাকলেও বিজেপির মত সর্বভারতীয় দলকে পশ্চিমবঙ্গের মাটিকে গত লোকসভা নির্বাচনের সাফল্য পাইয়ে দিলেও এখনো তাকে কোনো পদ দেওয়া হয়নি। আর মুকুল রায়ের মত রাজনৈতিক ব্যক্তিত্ব পদ না পাওয়ায় তার হাত ধরে যারা বিজেপিতে যোগদান করেছিলেন, তারা আবার নিজেদের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার ভাবনা ভাবতে শুরু করেছেন বলে মনে করছে একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, তারা এখন নতুন ভাবনায় আবিষ্ট হয়েছেন। অনেকেই ভাবতে শুরু করেছেন, দীর্ঘ আড়াই বছর ধরে তাদের নেতা মুকুল রায় এখনও পর্যন্ত বিজেপিতে কোনো পদ পেলেন না। ফলে এইভাবে পদহীন হয়ে থেকে কোনো দলে থাকার আদৌ কোনো অর্থ হয় কি! তাই তারা এখন আবার নিজেদের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে ফেরার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন। তবে এক্ষেত্রে সেই সমস্ত নেতাকর্মীরা কিছুটা হলেও সচেতন।

তাদের একাংশের বক্তব্য, বিজেপিতে তারা কোনো পদ পায়নি। তবে তারা তৃণমূলে যোগ দিলেও তাদের সেখানে গুরুত্ব দিলেই তারা ফিরবেন।  নাহলে নেতারা নিষ্ক্রিয় হয়ে যাবেন। আর তা না হলে তারা বিজেপিতেই থেকে যাবেন।  সাথেই তাঁরা একথাও বলছেন যে তাদের কাছে খবর আছে কিছুদিনের মধ্যেই নাকি রাজ্য বিজেপির রাজ্য কমিটি বদল হচ্ছে আর তাতেও যদি কোনো ব্যাবস্থা না হয়, তাঁরা যদি পদ না পান তবে তৃণমূলেই ফিরবেন। এদিকে লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলে আসছেন, দলের পুরোনো নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে।

এক্ষেত্রে যারা দুর্দিনে তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন, তারা অনেকেই বিজেপিতে চলে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যে সেই সমস্ত নেতাকর্মীকেই দলে ফিরে আসার বার্তা দিয়েছেন, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে। এমনকি অনেকের দাবি তৃণমূলের তরফে বলা হচ্ছে যারা ফের ফিরে আসতে চাইছেন তাদের নাকি দলে গুরুত্ত্বপূর্ণ পদ দেওয়া হবে। আর এহেন একটা পরিস্থিতিতে বিজেপিতে গিয়েও যারা গুরুত্ব পাচ্ছেন না, সেই সমস্ত নেতাকর্মীরা এখন জল মাপতে শুরু করেছেন।  এক্ষেত্রে যদি সত্যিই মুকুল অনুগামীরা তৃণমূলে ফিরে আসেন তবে বড়সড় ধাক্কা খাবেন মুখ্য রায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় মাত দেবেন মুকুল রায়কে বলেই মত রাজনৈতিকমহলের।এখন শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!