এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুলকে বড়সড় ধাক্কা মমতার, হারানো জমি পুনরুদ্ধার

মুকুলকে বড়সড় ধাক্কা মমতার, হারানো জমি পুনরুদ্ধার


“রাজনীতিতে এক দলে থেকে কেউ কখনও লাভ করতে পারে না” বলে বিশিষ্ট হাস্যকর অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় তার একটি সিনেমায় সেই কথা তুলে ধরেছিলেন। বর্তমানে লোকসভা নির্বাচনের পর থেকে দলবদলের সেই চূড়ান্ত নিদর্শন চোখে পড়ছে বঙ্গ রাজনীতিতেও।

বস্তুত, লোকসভা নির্বাচনে এবার তৃণমূল 22 এবং বিজেপি এক ধাক্কায় 18 আসন নিজেদের দখলে রেখেছে। যার ফলে বাংলায় বিজেপির শক্তি প্রবল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির ব্যাপক সাফল্য পাওয়ার পর অনেক হেভিওয়েট নেতা, বিধায়ক এবং অনেক পৌরসভার কাউন্সিলররা তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাতে শুরু করেন। যা চূড়ান্ত অস্বস্তি বাড়ায় ঘাসফুল শিবিরের।

যেমন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল ত্যাগী প্রাক্তন বিধায়ক অর্জুন সিংহ বিজেপির সাংসদ হলে তিনি এই জেলার অনেক পৌরসভার কাউন্সিলরদেরই বিজেপিতে নিয়ে আসেন। যার ফলে এখানে মাথায় হাত পড়ে তৃণমূলের। কিছুদিন আগেই দিল্লিতে গিয়ে তৃণমূল পরিচালিত হালিশহর পৌরসভার পৌরপ্রধান সহ অনেক কাউন্সিলার বিজেপিতে নাম লেখান। ফলে হালিশহর পৌরসভার রং গেরুয়া হয়ে যায়। কিন্তু এবার তৃণমূল ছেড়ে সেই বিজেপিতে যাওয়া কাউন্সিলররাই ফের এদিন তৃনমূলে ফিরে এলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ কলকাতা পৌরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সেই হালিশহর পৌরসভার চেয়ারম্যান অংশুমান রায় সহ বাকিদের নিয়ে একটি বৈঠক করেন। আর সেখানেই তিনি বলেন, “সবাইকে জোর করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। জঙ্গল থেকে বাঘকে বের করে নিয়ে যাওয়া যায়, তবে বাঘের মন থেকে জঙ্গলকে বার করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসায় সকলে ফের তৃণমূলে ফিরে এসেছে।”

অন্যদিকে হালিশহরের এই সমস্ত কাউন্সিলরদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের বিজেপিতে যোগদান করানো হয়েছে বলেও এদিন অভিযোগ করেন রাজ্যের পুরমন্ত্রী। এদিকে এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহকেও কড়া ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “ভাটপাড়া থেকে সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি। নিজের স্কোর বাড়ানোর জন্য তৃণমূল কর্মীদের ওপর অর্জুন সিংহ এবং তার লোকজন অত্যাচার চালাচ্ছে। বলা হচ্ছে, বিজেপি না করলে খুন করে দেওয়া হবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলায় দলবদল এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান ঘটার পরই দিকে দিকে বিভিন্ন পৌরসভা গেরুয়া শিবিরের দখলে চলে আসতে শুরু করে। কিন্তু এবার উত্তর 24 পরগনার হালিশহর পৌরসভার কাউন্সিলর ফের তৃণমূলে চলে আসায় গেরুয়া শিবিরের চিন্তা কিছুটা হলেও বৃদ্ধি পেল বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!