এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলায় পরিবর্তনের পরিবর্তন আনতে এবার লকেটের বাড়িতে মুকুল

বাংলায় পরিবর্তনের পরিবর্তন আনতে এবার লকেটের বাড়িতে মুকুল


বাংলায় পরিবর্তনের পরিবর্তন আনতে এবার উঠেপড়ে লাগলেন মুকুল রায়। বিজেপিতে যোগ দিয়েই মুকুল রায় সকলকে একজোট হবার ডাক দিয়েছিলেন শুধু তাই নয় তিনি জানিয়েছিলেন, বাংলায় পরিবর্তনের পরিবর্তন আনতে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আগেই ফোনে অনেকবার যোগাযোগ করেছিলেন এবার সরাসরি গেলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে, প্রসঙ্গত লকেট চট্টোপাধ্যায় ও মুকুল রায় একদিকে থেকে পুরোনো ‘কলিগ’, দুজনেই একদা একসঙ্গে তৃণমূল কংগ্রেস করেছেন। গুজরাট ও দিল্লি সফর সেরে সোমবার রাতে শহরে ফিরেছেন মুকুল রায়।
দুসপ্তাহ আগে লকেট চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি ছিলেন তখনও তাঁকে ফোন করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। এবার দলে তাঁর গুরুত্ব কতটা তা বুঝিয়ে দিতেই মুকুল রায় নিজেই লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন। সাথে বার্তা – লড়তে হবে, তাড়াতাড়ি সুস্থ হও! অবশ্য রাজনৈতিক মহলের একাংশের দাবি যে মুকুল রায় বাংলার বিজেপি নেতা নেত্রীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন এটা তার প্রথম ধাপ। আর এক দল বলছেন মুকুল রায় সবসময়েই সংগঠনে অত্যন্ত দক্ষ, আগেও প্রমান করেছেন বহুবার, আর এখন তাঁর নতুন রাজনৈতিক ইনিংস শুরু করেই আবারো দক্ষ সংগঠকের মত নিজের দলের নেতানেত্রীদের নিয়েই এগিয়ে চলার পরিকল্পনায় আছেন, এই সাক্ষাৎকার তারই প্রমান। তবে ঘটনা যাই হোক আমরা সবাই অসুস্থ লকেট চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!