এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফ্ল্যাটে মির্জাকে নিয়ে সিবিআই! ‘ষড়যন্ত্র’ জানিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মুকুল রায়

ফ্ল্যাটে মির্জাকে নিয়ে সিবিআই! ‘ষড়যন্ত্র’ জানিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মুকুল রায়


2016 সালের নারদ স্টিং অপারেশনের ভিডিওতে একের পর এক তৃণমূল নেতার মুখ ভেসে উঠেছিল। যদিও প্রিয় বন্ধু বাংলার তরফ থেকে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ছদ্মবেশী সাংবাদিক ম‍্যাথু স্যামুয়েলের দাবি অনুযায়ী, এই ভিডিওর উপর ভিত্তি করেই সিবিআই নারদ স্টিং অপারেশনের তদন্তে নামে। তদন্ত যত এগিয়েছে, ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

বর্তমানে মামলার তদন্তে প্রথম পদক্ষেপ হিসেবে সিবিআই আইপিএস অফিসার ও বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করেছে। ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে নারদ স্টিং অপারেশনে তাঁর মুখ ভেসে উঠেছিল। প্রসঙ্গত, মির্জা মুকুল রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এছাড়াও অসমর্থিত সূত্রের খবর, গ্রেপ্তারির পর তিনি জানিয়েছেন, মুকুল রায়ের নির্দেশেই তিনি নাকি বিপুল পরিমান টাকা নিয়েছিলেন।

এছাড়াও মির্জা দাবি করেছেন, সেই টাকা তিনি পরে মুকুল রায়কে হস্তান্তর করেছেন। ফলে, একদিন আগেই মির্জা ও মুকুল রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই। আর এবার, আর্থিক লেনদেনের অভিযোগে বিজেপি নেতা মুকুল রায়ের ফ্ল্যাটে সিবিআই আধিকারিকরা হাজির হলেন। মুকুল রায়ের বক্তব্য, সিবিআই ঘটনার পুনঃ নির্মাণ করতে এসেছিলেন তবে মুকুল রায় তার ক্ষোভ চেপে রাখতে পারেননি। তিনি পরিষ্কার জানিয়েছেন ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলে এদিন মুকুল রায় দাবি করলেন, নারদ কাণ্ডে তাঁকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথাতেই সিবিআই এধরনের পদক্ষেপ নিয়েছে। এদিন মির্জা ও সিবিআই মুকুল রায়ের ফ্ল‍্যাট থেকে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায়, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কোন ফুটেজে আমাকে টাকা নিতে দেখা যায়নি।’

সূত্রের খবর, এদিন মুকুল রায়ের ফ্ল্যাটে মূল ফুটেজের সাথে মিলিয়ে দেখার জন্য একটি ভিডিওগ্রাফি করেন সিবিআই আধিকারিকরা। সেই প্রসঙ্গে মুকুল রায় দাবি জানিয়েছেন, ‘ভিডিওয় কোথাও টাকা নিতে দেখা গিয়ে থাকলে, শাস্তি মাথা পেতে নেব।’ অন্যদিকে মির্জা আগেই দাবি করেছিলেন, মুকুল রায়ের ফ্ল্যাটেই সমস্ত টাকার লেনদেন হয়েছিল। ফলে সিবিআইয়ের তরফ থেকে ঘটনাটি পুনর্নির্মাণ করা হয় মুকুল রায়ের ফ্ল্যাটে। সিবিআইয়ের তরফ থেকে জানানো হয় মুকুলবাবু তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন।

এদিকে ম্যাথু স্যামুয়েলের থেকে পাওয়া বেশ কয়েকটি ফুটেজ দেখে সিবিআই বুঝতে পারে, মির্জার সাথে অন্য আরেকজন জড়িত রয়েছে, যার সাথে মির্জা কথা বলে এক কোটি সত্তর লক্ষ টাকা লেনদেনের ব্যবস্থা করেছেন‌। যদিও মুকুল রায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বিরোধীরা সিবিআইয়ের পদক্ষেপে যথেষ্টই খুশি। তবে এই পদক্ষেপ আরো আগে হলে ভালো হতো বলে জানিয়েছেন তাঁরা। কিন্তু, মুকুলবাবু তদন্তে সহযোগিতা করলেও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দাগতে ছাড়ছেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!