এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পেনড্রাইভে নিয়ে মুখ্যমন্ত্রীকে চাপে ফেলে চ্যালেঞ্জ ছুড়লেন মুকুল রায়, শোরগোল রাজ্যে

পেনড্রাইভে নিয়ে মুখ্যমন্ত্রীকে চাপে ফেলে চ্যালেঞ্জ ছুড়লেন মুকুল রায়, শোরগোল রাজ্যে


ভোটের রাজনীতির এই চড়া বাজারে বর্তমানে শাসক দল তৃণমূল বনাম বিরোধী দল বিজেপি তাদের আস্তিনে রাখা শেষ তাসগুলি বের করতে শুরু করেছে। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলকেই। আর রাজনৈতিক নেতা-নেত্রীদের বিস্ফোরক দাবিতে উত্তেজনা ছড়াচ্ছে রাজনৈতিক মহলেও।

সম্প্রতি বাঁকুড়ার জনসভা থেকে তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব হয়ে দাবি করেন যে, তার কাছে একটি পেনড্রাইভ আছে। যেখানে বিজেপি নেতাদের যাবতীয় কুকীর্তির প্রমাণ রয়েছে। আর এই পেনড্রাইভ প্রকাশ্যে আনলে বিজেপি অনেকটাই বিপাকে পড়বে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যের পরই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয় যে, তাহলে কি এমন প্রমাণ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? যেটাতে বিজেবি বিপাকে পড়তে পারে? আর বিভিন্ন মহলে যখন তা নিয়ে জল্পনা চলছে, ঠিক তখনই এবার মমতা বন্দোপাধ্যায়ের পেনড্রাইভ তত্ত্ব নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়।

রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন প্রাক্তন নেত্রীর দিকে। দাবিতে জানালেন, ‘সাহস থাকলে ওই পেনড্রাইভ তিনি প্রকাশ্যে আনুন, আপত্তিজনক কিছু থাকলে বিজেপি দায়িত্ব নেবে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের সমর্থনে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পেনড্রাইভ দাবি প্রসঙ্গে তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করে মুকুল রায় বলেন, “মমতা বলছেন তার কাছে একটা পেনড্রাইভ আছে। যা প্রকাশ্যে আনলে নাকি বিজেপি চাপে পড়ে যাবে। আমি বলছি, সাহস থাকলে সেখানে আপত্তিজনক যদি কিছু থাকে তাহলে বিজেপি দায়িত্ব নেবে। আর যদি পেনড্রাইভ দেখাতে না পারেন, তাহলে মিথ্যে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে।”

মুকুল রায়ের পাশাপাশি বিজেপির দাবি মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন কেননা যদি সত্যিই তাঁর কাছে প্রমান থাকে তা কেন প্রকাশ্যে আনছেন না বা যাদের বিরুদ্ধে প্রমান আছে তাদের বিরুদ্ধে কোনো আইননানুগ ব্যাবস্থা নিচ্ছেন না। তিনিই তো রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে তিনি দুর্নীতিকে প্রশয় দিচ্ছেন কেন? তবে কি তৃণমূল নেতারা মুখ্যমন্ত্রীর দাবি মতো বিজেপি নেতাদের ওই পেনড্রাইভে থাকে দুর্নীতির থেকেও বড় দুর্নীতি করছেন যার প্রমান বিজেপির কাছে আছে তাই কিছু করছেন না ? পাল্টা চাপ বাড়িয়ে রীতিমতো প্রশ্ন তুলেছে বিজেপি নেতা কর্মীরা।

এই নিয়ে যদিও তৃণমূলের নেতা নেত্রীদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কর্মী সমর্থকদের দাবি ঠিক সময়ে তা প্রকাশ করবেন তৃণমূল নেত্রী। তৃণমূল বিজেপির মতো দুর্নীতি করে না। ভোটের পরে সব ফাঁস করা হবে আর তাতেও বিজেপি ফিনিস হবে বাংলা থেকে।

কিন্তু রাজনৈতিকমহলের প্রশ্ন, যদি সত্যি এমন পেনড্রাইভে থেকে থাকে আর তাতে প্রমান থাকে তবে রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে মুখ্যমন্ত্রী কেন তিনি দুর্নীতিকে প্রশয় দিচ্ছেন?আর কোনো আইননানুগ ব্যাবস্থা নিচ্ছেন না?
তাছাড়া ভোটার মরসুমে নিজেদের দিকে ভোট টানতে বিজেপির বিরুদ্ধে প্রমান থাকা স্বত্তেও তা প্রকাশ্যে আনছেন না কেন?
আর এই সব নিয়েই মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়লেন মুকুল রায়।

তাদের মতে, তৃণমূল নেত্রী পেনড্রাইভের কথা বলে যখন রাজ্য রাজনীতিতে শোরগোল তুলে দিয়েছিলেন, ঠিক তখনই এবার বিজেপির পক্ষ থেকে মুকুল রায় পাল্টা তৃণমূল নেত্রী সেই পেনড্রাইভ প্রকাশ্যে আনুন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূলকে অনেকটাই চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন।এখন দেখার মুখ্যমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রকাশ্যে সেই পেন ড্রাইভ আনেন কি না ?সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!