এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নিজের করা ‘পাপের’ কথা প্রকাশ্যে স্বীকার করে আবার কি ‘মাস্টারস্ট্রোক’ দিলেন মুকুল রায়?

নিজের করা ‘পাপের’ কথা প্রকাশ্যে স্বীকার করে আবার কি ‘মাস্টারস্ট্রোক’ দিলেন মুকুল রায়?


নিজের করা ‘পাপের’ কথা প্রকাশ্যে স্বীকার করে আবার কি ‘মাস্টারস্ট্রোক’ দিলেন মুকুল রায়?এমনি প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলে। এদিন কৃষ্ণনগরে বিজেপির দলীয় কর্মীসভাতে যোগ দিতে এসেছিলেন মুকুল রায়। সেখানে কর্মসভা শেষ করে ফেরার পথে নিজের নিজের ‘কৃতকর্মের’ জন্য ক্ষমা চেয়ে বিতর্ক বাড়িয়ে দিলেন তিনি।তিনি জানান, ”২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নদিয়া জেলা পরিষদ জিতত না। সে দিন মুকুল রায় পাপ করেছিল বলেই তারা জেলা পরিষদ পেয়েছিল।” পাশাপাশি তিনি আরো বলেন যে,”নদিয়ার মানুষের কাছে সেই পাপের জন্য আমি ক্ষমা চাইছি।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যদিও কি পাপ ? তা নিয়ে মুখ খোলেননি বিজেপি নেতা। তিনি এই নিয়ে জানান,”সেটা তৃণমূল নেতাদের, যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের জিজ্ঞাসা করুন না!” প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের সময়ে মুকুলবাবু তৃণমূলের নদিয়া জেলা পর্যবেক্ষক ছিলেন।আর সেই সময় পঞ্চায়েতের নির্বাচনে দিনভর শাসক দল চাপা সন্ত্রাস করছে এমন অভিযোগ তুলেছিলেন বিরোধীরা।অভিযোগ উঠেছিল যে, নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও রাত অবধি তৃণমূল নেতাদের চাপে নদিয়ার বিভিন্ন কেন্দ্রে ছাপ্পা ভোট হয়েছে। তাই প্রশ্ন উঠেছে যে তবে কি বিরোধীদের সেই অভিযোগকে সত্যি প্রমান করে আজ বিজেপিতে গিয়ে সেই ‘পাপের’ কথাই কি কবুল করলেন মুকুলবাবু ? খোলসা করে যদিও তিনি কিছুই বলেন নি তবুও রাজনৈতিকমহলের মতে এই ‘পাপের’ই ‘প্রায়শ্চিত্ত’ করতে চান তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে।তাছাড়া মুকুলবাবু আগেও অভিযোগ করেছেন যে ”বর্তমান রাজ্য সরকার সিদ্ধার্থশঙ্কর রায়ের ফ্যাসিবাদী সরকারের মতোই। মনে রাখবেন, তৃণমূলের বিরোধীতা করার জন্য এই ক’বছরে হাজার হাজার মানুষকে নার্কোটিক কেস দিয়ে জেলে ভরে দেওয়া হচ্ছে।” সুতরাং কোন পেপার কথা বলছেন তাও বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে। এতদিন তিনি তৃণমূলে ছিলেন এত তাঁর কথামতো তৃনমূল যে সমস্ত কাজ করছে তা সঠিক নয় আর তার সঙ্গে ছিলেন বলে তিনিও নিজেকে সেই পেপার অংশীদারি ভাবছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!