এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কবে থেকে শুরু করছেন মুকুল দল ভাঙ্গানোর খেলা, প্রশান্ত কিশোরকে মোক্ষম জবাব দিতে তৈরি তালিকা!

কবে থেকে শুরু করছেন মুকুল দল ভাঙ্গানোর খেলা, প্রশান্ত কিশোরকে মোক্ষম জবাব দিতে তৈরি তালিকা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় তৃণমূল ছেড়ে যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, তখন থেকেই তৃণমূল ভাঙ্গার আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। তবে মুকুল রায় বিজেপিতে যোগদান করার পরে নানা মহলের তরফে এই আশঙ্কা করা হলেও, তাকে গুরুত্ব দিতে চায়নি তৃণমূল কংগ্রেস। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, একটা মুকুল রায় গেলে 10 লক্ষ মুকুল রায় তৈরি হবে। কিন্তু মুকুল রায় যে একটাই, তা পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রমান করে দিয়েছেন বঙ্গ বিজেপির চানক্য। তৃণমূলের একাধিক হেভিওয়েট সাংসদ থেকে শুরু করে বিধায়কদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিয়ে শাসক দলের নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

এদিকে লোকসভা নির্বাচনে দলের ভাঙ্গন তৈরি হতেই তা আটকানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতার দায়িত্ব দেওয়া হয় প্রশান্ত কিশোরের উপর। যার ফলে অনেকেই মনে করেছিলেন, প্রশান্ত কিশোর এবার তৃণমূলের হয়ে ব্যাটিং করে বিজেপির মুকুল রায়কে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন। এদিকে দীর্ঘদিন ধরে বিজেপিতে থাকলেও এবং দলকে সাফল্য পাইয়ে দিলেও সেভাবে গুরুত্বপূর্ণ পদ পাননি মুকুল রায়। স্বাভাবিকভাবেই তিনি ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছিলেন।

তবে সাম্প্রতিক কালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আগামী বিধানসভা নির্বাচনের মুখে তাকে কেন্দ্রীয় স্তরে বিজেপি দায়িত্ব দিয়ে তৃণমূলের ঘুম ওড়ানোর চেষ্টা করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে বিশেষ সূত্র মারফত খবর, এবার খেলা ঘোরানোর চেষ্টা শুরু করে দিয়েছেন মুকুল রায়। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি বিজেপিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়া মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন বলে খবর। বলাবাহুল্য, তৃণমূলের পক্ষ থেকে সাংগঠনিক রদবদল করা হলেও, বিভিন্ন জেলার একাধিক তৃণমূলের জনপ্রতিনিধিরা এখন দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করতে শুরু করেছেন। যার ফলে অস্বস্তিতে পড়েছে শাসক দল। আর সেই সমস্ত বিদ্রোহী নেতাকর্মীরা দলের বাইরে বেরিয়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করায় তারা দলবদলের মত সিদ্ধান্ত নিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কিছু তৃণমূলের হেভিওয়েট নেতা, বিধায়ক মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। এতদিন মুকুল রায় বিজেপিতে গুরুত্বপূর্ণ পদ না পাওয়ার কারণে অনেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চাইলেও মুকুল রায় যেখানে গুরুত্ব পাচ্ছেন না, সেখানে তারা কিভাবে গুরুত্ব পাবেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তাই অনেকে দু পা এগিয়েও চার পা পিছিয়ে গিয়েছিলেন। তবে মুকুল রায় বিজেপিতে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব পাওয়ার পরই সেই সমস্ত তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা, বিধায়ক আবার নতুন করে মুকুলবাবুর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন।

জানা গেছে, ইতিমধ্যেই তৃণমূলের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য সেই সমস্ত নেতা, বিধায়কদের তালিকা তৈরি করা হয়েছে। যা পৌঁছে গেছে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। পুজোর আগেই রাজ্যে আসার কথা রয়েছে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহ বাংলায় এসে এই ব্যাপারে সবুজসংকেত দিলেই সেই দলবদল প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। আর বিধানসভা নির্বাচনের আগে যদি মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের হেভিওয়েটরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, তাহলে তা যে তৃণমূলের কাছে বড়সড় ধাক্কা হয়ে আসতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আর মুকুল রায় যদি এই কাজ করতে সক্ষম হয়, তাহলে তৃণমূলের প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, মুকুল রায় খুব ভালো করেই তৃণমূল কংগ্রেসকে চেনেন। তাই তিনি বিজেপিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরেই তৃণমূলের যে সমস্ত নেতার দম বন্ধ হয়ে আসছিল, তারা এখন মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর যখন তৃণমূলের সংগঠনকে চাঙ্গা করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার চেষ্টা করছেন, তখন তৃণমূল ভেঙে মুকুল রায় সেই প্রশান্ত কিশোরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে কোন কোন হেভিওয়েট তৃণমূল নেতা এবং বিধায়কদের তালিকা তৈরি করেছেন এবং সেই সমস্ত নেতা এবং বিধায়করা যদি সত্যি সত্যিই তার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, তাহলে তৃণমূল কতটা চাপে পড়বে এবং কবে হবে সেই যোগদান, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!