এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কেমন কাটছে ‘বিজেপিময়’ জীবন? কি বলছে ‘প্রগ্রেস কার্ড’? সামনে এল মুকুল রায়ের বই

কেমন কাটছে ‘বিজেপিময়’ জীবন? কি বলছে ‘প্রগ্রেস কার্ড’? সামনে এল মুকুল রায়ের বই

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন মাত্র কয়েকমাস হলো। বিজেপিতে যোগদান করে তেমন কোনো বড় পদ না পেলেও বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ হয়েছেন মুকুল রায়। দলের নেতা কর্মীরা আশার মুখ দেখছেন মুকুলবাবুকে ঘিরে। সামনের পঞ্চায়েত ভোটে আহ্বায়ক হিসাবে গুরু দ্বায়িত্ব পালন করছেন তিনি। এ তো গেলো বিজেপির তরফ থেকে মুকুলবাবুর উপর তাদের আস্থার কথা। এবার মুকুলবাবুর ও কিছু দেবার পালা। পঞ্চায়েত ভোটে দলকে জেতাতে তিনি যে উঠেপড়ে লেগেছেন সে নিয়ে কোনো সন্দেহই নেই। পাশাপাশি গত চারমাস বিজেপিতে এসে কেমন অভিজ্ঞাতা হয়েছে তাঁর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই নিয়েই ছবির পাশাপাশি অভিজ্ঞতা তুলে ধরে একটি সাংবাদিক বৈঠকে প্রায় ৬৮ পাতার একটি বই প্রকাশ করলেন প্রাক্তন তৃণমূলের ২ নম্বর এবং বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি বইয়ে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত, দলের বিভিন্ন নেতাদের সঙ্গে আলাপচারিতার ছবি,বিভিন্ন জেলা সফরে যাওয়া ,সেখানে সভা করা,বিজেপিতে যোগদানের পর থেকে তাঁর সমস্ত কার্যকলাপ ছবি সমেত বিস্তারিত উল্লেখ আছে এই বইয়ে। এই বইটি দলের কর্মীদেরকেও পাড়ার জন্য অনুরোধ করেছেন মুকুলবাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!