এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আবার এক তৃণমূল নেতাকে ‘বাচ্চা ছেলে’ বলে ‘সম্বোধন’ মুকুল রায়ের

আবার এক তৃণমূল নেতাকে ‘বাচ্চা ছেলে’ বলে ‘সম্বোধন’ মুকুল রায়ের

আজ ব্যাঙ্কশাল কোর্টে বিশ্ববাংলা ও জাগোবাংলা ইস্যুতে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আদালতে দাঁড়িয়েই তিনি কার্যত চ্যালেঞ্জ জানান মুকুল রায়কে। তিনি বলেন, উনি (মুকুল রায়) তো বলেছেন কোম্পানির মালিক, প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে না পারেন, তা হলে গদি ছাড়ুন, বাংলা থেকে বিদায় নিন। বিশ্ববাংলা, জাগো বাংলা কোম্পানির সঙ্গে আমার কোনও যোগসূত্র রয়েছে যদি প্রমাণ করতে পারেন, তবে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণে প্রকাশিত খবর অনুযায়ী তারা এই প্রসঙ্গে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি যা যা বলেছি সব ঠিক বলেছি। কাগজ ছাড়া আমি কিছু বলিনি। প্রমাণ ছাড়া আমি কিছু করিনি। ভারতবর্ষের যেকোনও আদালতে বিচার হোক, আমি প্রস্তুত। এখানেই না থেমে তিনি যোগ করেন, (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বাচ্চা ছেলে ভুল করেছে না কী করেছে জানি না। যা করেছে সবই না কি মুখ্যমন্ত্রীর কথায় করেছে। যদিও প্রিয়বন্ধু বাংলার তরফ থেকে এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!