এখন পড়ছেন
হোম > রাজ্য > অনুব্রতকে কটাক্ষ, এই দাপুটে নেতাকে পাত্তা দিতে নারাজ মুকুল রায়

অনুব্রতকে কটাক্ষ, এই দাপুটে নেতাকে পাত্তা দিতে নারাজ মুকুল রায়

এক সময়ের তৃণমূলের ২ নম্বর ব্যাক্তি ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের বিরুদ্ধে সমালোচনা করতে ছাড়েননি বীরভূমের তৃনমূল নেতা অনুব্রত মন্ডল। এবার অনুব্রতবাবুকে খানিকটা কটাক্ষের ভঙ্গিতে বিঁধলেন মুকুলবাবু।গতকাল তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন মুকুলবাবু। সেখানে অনুব্রতবাবু সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে অনুব্রতকে নিয়ে বেশি ভাবার কিছু নেই। ওর জন্য আমার দলের একজন কাউন্সিলরই যথেষ্ট।সাথে তিনি জানান যে আগামীদিনে বাংলায় পরিবর্তনের পরিবর্তন হবে আর তা নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী।মায়ের কাছে কি চাইলেন এই প্রশ্ন করা হলে তিনি জানান যে তিনি দমবন্ধ অবস্থা থেকে মুক্তি চাইলেন।পাশাপাশি তিনি জানান যে শুক্রবার গভীর রাত পর্যন্ত বক্রেশ্বর এবং রাজনগরের তাঁতিপাড়ায় যেভাবে হাজার হাজার মানুষ পা মিলিয়েছেন, তাতে পরিবর্তনের পরিবর্তন আসতে আর বেশি সময় লাগবে না। ২০১৮ থেকে শুরু হবে। উনিশে সম্পূর্ণ হয়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!