এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কবে থেকে তৃণমূল বিধায়করা আবার বড় সংখ্যায় বিজেপিতে যোগদান করবেন, তারিখ স্পষ্ট করলেন মুকুল রায়

কবে থেকে তৃণমূল বিধায়করা আবার বড় সংখ্যায় বিজেপিতে যোগদান করবেন, তারিখ স্পষ্ট করলেন মুকুল রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর এক সাক্ষাৎকারে মুকুল রায় দাবি করেছিলেন, তৃণমূলের সংগঠন আসলে ‘উইয়ের ঢিপি’! একটু নাড়া দিলেই ঝুরঝুর করে ভেঙে পড়বে! তাঁর সেই কথা শুনে তখন কার্যত হাসিতে ফেটে পড়েছিলেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। কিন্তু, কেন তাঁকে বঙ্গ-রাজনীতির ‘চানক্য’ বলা হয় – ধীরে ধীরে গেরুয়া শিবিরে থেকেও বুঝিয়ে দিয়েছেন মুকুলবাবু। পঞ্চায়েত নির্বাচন হোক বা উপনির্বাচন ক্রমশ শাসকদলের নাভিশ্বাস তুলে বিজেপিকে তুলে নিয়ে গেছেন প্রধান বিরোধী পরিসরে।

আর, তারপরে লোকসভা নির্বাচনে ৪২-এ-৪২ এর স্বপ্ন দেখা তৃণমূলকে কার্যত চোখে সর্ষেফুল দেখিয়ে ছেড়ে ১৮ আসন কেড়ে নেন বিজেপির হয়ে। আর তারপরেই, অন্যদল ছেড়ে বিজেপিতে যোগদানের জন্য কার্যত লাইন পরে যায়। তখন মুকুলবাবু জানিয়েছিলেন, তৃণমূল থেকে বিজেপিতে যোগদান নাকি মোট ৬ পর্বে হবে! কিন্তু, তখনও তাঁর কথা শুনে হেসেছিলেন অনেকেই। এরপর, মাঝখানে যখন বেশ কিছুদিন যোগদান বন্ধ, উল্টে তৃণমূল ঘর ওয়াপসি করাচ্ছে – তখন সেই হাসিই চওড়া হতে শুরু করেছিল!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, এর মধ্যেই রাজ্যে ঘোষণা হয়েছে ৩ আসনের উপনির্বাচন। আর সেই উপনির্বাচনের আবহেই, আবারো মুকুল রায় স্পষ্ট করে দিলেন, ফের কবে থেকে তিনি তৃণমূল ভাঙার কাজ শুরু করতে চলেছেন! এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে কার্যত স্পষ্ট করে দিয়ে বলেন, উপনির্বাচনের ফল ঘোষণার পর ফের বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে যাবে। আর মুকুল রায়ের এহেন দাবির পরে কার্যত রাজ্য-রাজনীতিতে ফের ঝড় উঠে গেছে।

কেননা, এর আগেই তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের ১০৮ জন বিধায়ক নাকি সরাসরি অমিত শাহকে চিঠি লিখে বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। আর বাস্তবে যদি সত্যিই হয়ে থাকে, তাহলে বর্তমান রাজ্য সরকার কিন্তু বিধানসভায় সংখ্যালঘু হয়ে পড়বে। এদিকে, রাজ্যের ৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৫ শে নভেম্বর, ফল ঘোষণা আগামী ২৮ শে নভেম্বর। ফলে, মুকুলবাবুর কথা অনুযায়ী ২৮ শে নভেম্বর পেরোলেই রাজ্য-রাজনীতিতে গেরুয়া ঝড় উঠতে চলেছে। বাস্তবে, সত্যিই কতখানি তা হয় – সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!