এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কাল ‘পাশার ছক’ পাল্টে দিতে বিজেপি কর্মীদের শেষ মুহূর্তের টোটকা মুকুল রায়ের

কাল ‘পাশার ছক’ পাল্টে দিতে বিজেপি কর্মীদের শেষ মুহূর্তের টোটকা মুকুল রায়ের


রাত পেরোলেই মহারণ, অনেক আইনি বিপত্তির পথ পেরিয়ে অবশেষে দিনের এল দেখতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের ৩৪% আসন ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ শাসকদলের ঝুলিতে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তা আপাতত হিমঘরে। বাকি ৬৬% আসনে কাল হতে চলেছে ভোটগ্রহণ। ইতিমধ্যেই রাজ্যের শাসকদলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ভোট হতে চলা সব আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মনে করেন, মানুষ তাঁর উপরে হওয়া উন্নয়নে আস্থা রেখে ১০০% আসনে তৃণমূল কংগ্রেসকেই জেতাবেন। লড়াইটা কঠিন বিরোধীদের জন্য। আর তাই শেষবেলায় বিজেপি-কর্মীদের কালকের জন্য টোটকা দিলেন এতদিন তৃণমূলের হয়ে ভোট সামলানো মুকুল রায়।

আজ এক সাংবাদিক সম্মেলনে দলীয় নেতা শমীক ভট্টাচার্য ও দেবশ্রী চৌধুরীকে পাশে বসিয়ে মুকুলবাবু দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, বুথ আঁকড়ে থাকতে হবে, শেষ মুহুর্ত পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে বুথ রক্ষা করতে হবে। দলীয় কর্মীদের পাশাপাশি তিনি রাজ্যের সাধারণ মানুষের কাছেও আবেদন রাখেন। গণতন্ত্র রক্ষার তাগিদে সাধারণ মানুষের কাছে ভোটদানের আহ্বান জানিয়েছেন তিনি। আগামীকালের পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের কাছে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি। অন্যদিকে বিজেপিনেতা শমীক ভট্টাচার্য তীব্র আক্রমন করেন রাজ্য নির্বাচন কমিশনকে। তিনি বলেন, নির্বাচন কমিশনের আদৌ মেরুদণ্ড আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আর থাকলেও সেটি প্লাস্টিকের কিনা তা নিয়ে প্রশ্ন জাগে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!