এখন পড়ছেন
হোম > রাজ্য > সারদা-রোজভ্যালি তদন্তে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে বিস্ফোরক অভিযোগ মুকুল রায়ের

সারদা-রোজভ্যালি তদন্তে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে বিস্ফোরক অভিযোগ মুকুল রায়ের


পশ্চিমবঙ্গে সাম্প্রতিক কালের দুটি সর্বজন বিদিত অর্থনৈতিক দুর্নীতি কান্ড সারদা এবং রোজভালি। আর এই কান্ডেই রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রকাশ্যে সরব হলেন বিজেপি নেতা মুকুল রায়। হুগলী জেলার চুঁচুড়ায় দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করে বিতর্কিত মন্তব্যে জড়ালেন বিজেপি নেতা মুকুল রায়। এদিনের কর্মসূচীতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি নেতা মুকুল রায়কে এদিন তাঁর দল ত্যাগের প্রকৃত কারণ জানতে চেয়ে প্রশ্ন করা হলে তিনি সারদা-রোজভ্যালি তদন্তের প্রসঙ্গে বিস্ফোরক হয়ে বললেন, ” আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম সিবিআই তদন্ত করছে করতে দিন। কিন্তু উনি বাধা দিয়ে বললেন- এটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র। কোনও সহযোগিতা করা হবে না। তখন আমি বলেছিলাম- কে সহযোগিতা করবে কি না জানি না, কিন্তু আমি সহযোগিতা করব। ” তাঁর বর্তমান ইচ্ছের প্রকাশ করে মুকুল বাবু এদিন আবারও বললেন, “আমি এখনও বলছি, তদন্ত হোক। দোষীরা শাস্তি পাক। আমি যদি দোষী হই আমি শাস্তি মেনে নিতে তৈরি। কিন্তু তার আগে তো তদন্ত হওয়া প্রয়োজন। সেই তদন্তই হচ্ছে না।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তদন্ত হোক, সত্যি সামনে আসুক। এ প্রসঙ্গেই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পুলিশ সুপার থেকে শুরু করে জেলাশাসক প্রত্যেকেই ভয়ে রয়েছেন। রাজ্যে শাসন বলে কিছু নেই।” এই অর্থনৈতিক দুর্নীতি কান্ড প্রসঙ্গে তিনি দাবি করলেন, “আমি এখনও বলছি, সিবিআই তদন্ত জোরদার করুক। দোষীদের শাস্তি হোক। আমি যদি দোষী প্রমাণিত হই, আমারও শাস্তি হবে। আমার তাতে কোনও আপত্তি নেই। কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।” সব মিলিয়ে এদিন মুকুল রায়ের মন্তব্যে যে রাজ্য রাজনীতি নতুন জল্পনার সূত্রপাত হলো , তা আলাদা করে বলার অপেক্ষা রাখেনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!