এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভয় পাচ্ছেন তাই আমাকে আর আমার পরিবারকে জড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘৃণ্য চক্রান্ত: মুকুল রায়

ভয় পাচ্ছেন তাই আমাকে আর আমার পরিবারকে জড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘৃণ্য চক্রান্ত: মুকুল রায়


গতকাল প্রতারণার অভিযোগে গ্রেফতার হন বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমন করলেন একদা তৃণমূল কংগ্রেস দলের অন্যতম শীর্ষনেতা এবং বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়। এদিন মুকুলবাবু দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ভয় পান তাঁকে। তাই তাঁকে নানা ভাবে আটকে দেওয়ার চক্রান্ত হচ্ছে। অতীতের কিছু রাজনৈতিক ঘটনার জের টেনে মুকুলবাবু বলেন, ২০১২ সালে তিনি রেলমন্ত্রী থাকাকালীন সময়ে ৯০ হাজার কোটি টাকার রেল বাজেট পেশ করেছিলেন। সেই সময় ৯ যুবক অভিযোগ দায়ের করেছিলেন, তাঁদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে ৩ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এখন ২০১৮ সালে প্রাক পঞ্চায়েত নির্বাচনী সময়ে ২০১২ সালের দায়ের করা মামলার হঠাৎ করে তদন্ত শুরু হলো কেন সেই বিষয়ে প্রশ্ন করলেন মুকুল বাবু।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন তিনি অভিযোগ করেন শুধু তিনি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও ঘৃণ্য চক্রান্তে সামিল হয়েছেন। এই মামলায় সিবিআই-এর মতো কোনও স্বাধীন সংস্থাকে দিয়ে অভিযোগের তদন্তের দাবি জানিয়েছেন মুকুল রায়। আর এই প্রসঙ্গেই সারদা যোগ নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করে মুকুলবাবু বলেন, কার নির্দেশে ভারততীর্থ সারদাকে দেওয়া হয়েছিল? কোনও টেন্ডার কিংবা গ্যারান্টি মানি ছাড়াই ভারততীর্থ নামের আইআরসিটিসির ভ্রমণ প্রকল্পে এজেন্ট হিসেবে সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে কী করে নিযুক্ত করা হয়েছিল? রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা সারদা-যোগ নিয়ে তিনি কারোর নাম না নিলেও, আসলে সুকৌশলে সারদা কাণ্ডের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে দিলেন। কেননা, সারদা ও রেলমন্ত্রকের যে ঘটনা বা সময়কালের উল্লেখ তিনি করেছেন সেই সময়ে ভারতের রেলমন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় তাঁর প্রাক্তন দলনেত্রীকে এদিন প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেন, রাজনীতির লড়াই ময়দানে লড়ুন, আর ক্ষমতা থাকলে ময়দানে লড়েই প্রমাণ করুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!