এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে তৃণমূল, জোর জল্পনা

মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে তৃণমূল, জোর জল্পনা


লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যে উলটপুরান হতে শুরু করে। এতদিন বাম এবং কংগ্রেসের মতো বিরোধী দলের বিধায়কদের তৃণমূল নিজের দলে টানলেও লোকসভার ফল প্রকাশের পর সেই তৃণমূলের হেভিওয়েট বিধায়কদের নিজেদের দিকে আনতে থাকে গেরুয়া শিবির।

কিছুদিন আগেই বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায়ের পুত্র তথা তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় বিজেপিতে যোগদান করেন। শুধু তাই নয়, লাভপুরের মনিরুল ইসলাম, নোয়াপাডার সুনীল সিং, বনগাঁর বিশ্বজিৎ দাসের মতো নেতারাও ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিতে শুরু করেন।

এদিকে দলের বিধায়করা বিজেপিতে যাওয়ায় সেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তিন বিধায়ককে শাস্তি দিতে চাইছে তৃণমূল। জানা গেছে, দলত্যাগিদের সদস্যপদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন করা হতে পারে। এদিকে এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব কথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ইতিমধ্যেই এই ব্যাপারে দলীয় সিদ্ধান্ত হয়েছে। সময় মত দল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ক্ষমতায় আসার পর যেভাবে বিরোধী দল কংগ্রেস থেকে একাধিক বিধায়ককে ভাঙিয়ে তৃণমূল নিজেদের দলে যোগদান করিয়েছে, তারপর কংগ্রেসের পক্ষ থেকে সেই সমস্ত দলবদলুদের বিধায়ক পদ খারিজের আবেদন জানালেও তাতে সায় দেননি স্পিকার। যার জেরে বিধানসভার ভেতরে এবং বাইরে সরব হতে দেখা গেছে কংগ্রেসকে।

আর এবার অবস্থার পরিবর্তন হওয়ায় এবং বর্তমানে তৃণমূল বিধায়কদের বিজেপি নিজেদের দিকে টানায় সেই তৃণমূল দলবদলুদের সদস্যপদ খারিজের আবেদন জানালে আড়ালে আবডালে হাসতে শুরু করেছে কংগ্রেস।

তবে এই প্রসঙ্গে তৃণমূলের এক নেতা বলেন, “কংগ্রেস থেকে তৃণমূলে আসা বিধায়করা সে ক্ষেত্রে যদি কংগ্রেসে ফিরে যান তাহলে আপত্তির কিছু নেই। এই পরিস্থিতিতে রাজনৈতিক ভাবে তা ভালই হবে।”

আর এখানেই একাংশ বলছেন, তাহলে কি যে শাসক দল এতকাল বিরোধীশূন্য করার কথা বলত, তারাই এখন বিজেপির চাপে পড়ে সেই কংগ্রেস থেকে তৃণমূলে আসা বিধায়কদের ফিরে গেলেও কোন ক্ষতি নেই বলে নিজেদের দল থেকে বিজেপিতে চলে যাওয়া বিধায়কদের বিরুদ্ধে সদস্যপদ খারিজের আবেদন আনতে চলেছে! জোর জল্পনা রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!