এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সুসময়ের আশাতেই কি ফাড়া কাটাতে অমরনাথ গেলেন মুকুল রায়! নাকি অন্য কিছু -জল্পনা তুঙ্গে

সুসময়ের আশাতেই কি ফাড়া কাটাতে অমরনাথ গেলেন মুকুল রায়! নাকি অন্য কিছু -জল্পনা তুঙ্গে


কথায় আছে, মানুষ সব শেষে ভগবানের দ্বারস্থ হয়। কিন্তু এক্ষেত্রে হয়তো কিছুটা ব্যতিক্রম রাজনীতিবিদদের ক্ষেত্রে। বিপদের মেঘ আসতে পারে জেনে বুঝেই হয়ত আগেই ভগবানের সম্মুখীন হন তারা। অনেকেই হয়ত বুঝতে পারছেন না যে, রাজনীতি নিয়ে আলোচনা করতে করতে কেন হঠাৎ ভগবানকে টেনে আনা হল! সঙ্গত কারণ নিশ্চয়ই আছে। বর্তমানে অমরনাথে রয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়।

অনেকেরই প্রশ্ন, হঠাৎ করে কেন ভারত দর্শনে বেরিয়ে পড়ে ভগবানের শরণাপন্ন হলেন বঙ্গ বিজেপির চাণক্য! আর এই ঘটনা নিয়ে এবার শুরু হয়েছে জল্পনা। বস্তুত, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা মুকুল রায়ের প্রায় দেড় বছরের বেশি সময় হয়ে গেল। আর বিজেপিতে তিনি আসার পর বাংলায় বিজেপির পদ্ম ফোটার প্রবণতা আরও বেড়েছে।

তার হাত ধরে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা, বিধায়করা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। যাতে বাংলায় বিজেপি নিজেদের শক্তিকে আরও বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে এই মুকুল রায়ের ক্যারিশ্মাতেই বাংলায় বিজেপি 18 টি আসন দখল করতে সক্ষম হয়েছে বলে দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে বাংলায় বিজেপিকে সাফল্য এনে দেওয়া তৃণমূলের প্রাক্তন সৈনিক এখনও তেমন কোনো পদ পাননি। যা ক্রমশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তার। কেননা তৃণমূলে থাকার সময় তিনিই ছিলেন সর্বাধিনায়ক। ফলে বিজেপিতে এসে তেমন কোনো বড় পদ না পাওয়ায় তিনি তার প্রাক্তন দলকেও সেইভাবে কোনও বার্তা দিতে পারছেন না। যা তার রাজনৈতিক কেরিয়ারকে বড়ই অস্বস্তিকর করে তুলছে। আর এই পরিস্থিতিতে ভগবানের আশীর্বাদে যাতে তার কপাল খোলে তার জন্যই তার এই অমরনাথ যাত্রা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে একাংশের মতে, তৃণমূল থেকে বিজেপিতে আসার পর সেইভাবে সারদা কাণ্ড নিয়ে মুকুল রায়ের কোনো ডাক আসেনি। কিন্তু বর্তমানে ফের সিবিআই এই ব্যাপারে তৎপরতা দেখাতে শুরু করেছে। এমনকি বিজেপি নেতা মুকুল রায়কেও সারদা কাণ্ড নিয়ে ডাকা হতে পারে বলে শোনা যাচ্ছে। আর সিবিআইয়ের জেরা পর্বেও যাতে তাকে যেতে না হয় এবং এই ব্যাপারে তার অস্বস্তি কাটানো যায়, তার ফাড়া কাটাতেও তিনি ভগবানের দ্বারস্থ হয়েছেন বলে মনে করছেন অনেকে। তবে অমরনাথ দর্শন করে ধার্মিক মুকুল রায় কি তার অশুভ দিকগুলিকে কাটাতে পারবেন!

কেননা সারদা তদন্তের ক্ষেত্রে তার ভগবান সিবিআই, আর অন্যদিকে দলের পদ পাওয়ার ক্ষেত্রে তার ভগবান বিজেপির শীর্ষ নেতৃত্ব। ফলে কর্মক্ষেত্রে এই দুই ভগবানের প্রতি অমরনাথ বাবা যদি তারা আশীর্বাদী ফুল ছুঁড়ে দিয়ে মুকুল রায়ের প্রতি প্রসন্ন হওয়ার ঘটনা ঘটিয়ে দেন, তাহলে হয়ত কপাল খুললেও খুলতে পারে বঙ্গ বিজেপির চাণক্যের। কিন্তু শেষ পর্যন্ত শিষ্য হিসেবে মুকুল রায় অমরনাথের কাছে গিয়ে সেই ভগবানকে প্রসন্ন করতে পারলেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

অনেকের আবার দাবি যে মুকুল রায় বড়সড় পদ পেতে চলেছেন আর তার জনই এইভাবে সেই পদে উন্নীত হবে আগে ভগবানের দর্শন করে আশীর্বাদ নিতে গেছে। যদিও এই তত্বে বিশ্বাস করছেন না অনেকেই।  ফলে কারণ নিয়ে ধন্দে অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!