এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > পুরুলিয়ায় অমিত শাহের সভাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে হাজির স্বয়ং মুকুল রায়

পুরুলিয়ায় অমিত শাহের সভাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে হাজির স্বয়ং মুকুল রায়


রাত পোহালেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পা রাখতে চলেছেন বাংলায়, আর তাই নিয়ে রীতিমত সাজো সাজো রব গেরুয়া শিবিরের অন্দরমহলে। সূত্রের খবর, অমিত শাহের এই বঙ্গ সফর থেকেই কার্যত ২০১৯-এর লোকসভা ভোটার দামামা বেজে যাবে। আর তাই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ত্ব মরিয়া নিজেদের ক্যারিশমা প্রমানে, প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না কেউই। বাংলায় যে সত্যিই পদ্ম ফোটা সম্ভব অমিত শাহের সামনে তা প্রমানে মরিয়া সবাই। একদিকে যখন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কতগুলি আসন কিভাবে জিততে পারে তার নীল-নকশা নিয়ে অপেক্ষা করছেন, অন্যদিকে তখন পুরুলিয়ায় অমিত শাহের সভাস্থল পরিদর্শনে হাজির স্বয়ং মুকুল রায়।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই মুহূর্তে রাজ্য-রাজনীতিতে অন্যতম গুরুত্ত্বপূর্ন নাম পুরুলিয়া। কেননা পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ঘাসফুল ঝড়ের মাঝেও যে কটা জেলায় পদ্মশিবিরের উত্থান রীতিমত ঈর্ষণীয় তার মধ্যে অন্যতম পুরুলিয়া। তাছাড়া এই পুরুলিয়াতেই মাত্র ৩ দিনের মধ্যে ২ বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি তো বটেই উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতির মঞ্চও। আর তাই খুব স্বাভাবিকভাবেই সেই পুরুলিয়াতে জনসভা করতে চলেছেন অমিত শাহ। এর আগে এক এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু জানিয়েছিলেন পুরুলিয়ার এই জনসভায় লক্ষ লোকের ভিড় হবে। আর তাই সেই সভামঞ্চের কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে আজ পুরুলিয়ায় সভাস্থলে হাজির হন অন্যতম বিজেপি শীর্ষনেতা মুকুল রায়। এখন দেখার অমিত শাহের সেই জনসভা থেকে রাজ্য-রাজনীতির মোড় কোনো নতুন দিশায় ঘোরে কিনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!