এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবং জয়ের জন্য কাল থেকে ‘ফিল্ডে’ নামছেন মুকুল রায়

সবং জয়ের জন্য কাল থেকে ‘ফিল্ডে’ নামছেন মুকুল রায়


আসন্ন সবং উপনির্বাচনে সিপিআইএম, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিলেও এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। আর তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে সবং নিয়ে বিজেপি কি ব্যাকফুটে? বিজেপি সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, ব্যাকফুটে তো নয়ই বরং সবং জয়ের প্রত্যাশা রাখছে তারা আর এর প্রধান কারণ হতে চলেছে সবং নির্বাচনে বিজেপির মূল কান্ডারি হতে চলেছেন মুকুল রায়। প্রার্থী বাছাই থেকে শুরু করে সবংয়ের মাস্টারপ্ল্যান সবই নাকি নিজের কাঁধে তুলে নিয়েছেন একসময়ের তৃণমূলের মাস্টারমাইন্ড।
বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে আগামীকাল সবংয়ে এক জনসভার মাধ্যমে এর ‘শুভসূচনা’ করবেন তিনি। সেই জনসভায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে বহু নেতাকর্মী বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর এটাই প্রথম নির্বাচন মুকুল রায়ের, আর তাঁর ঘনিষ্ঠমহলে প্রত্যাশা তাঁদের প্রিয় ‘দাদা’ এই নির্বাচনে নিজস্ব ‘মুকুল রায় জনিত’ ছাপ রাখতে চান। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এই নির্বাচনে মুকুল রায় সত্যিই যদি নিজের ক্যারিশমায় বিজেপির ভোট ব্যাঙ্ক বহুলাংশে বাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু বকলমে বঙ্গ বিজেপিতে তিনি নিজেকে সর্বত ভাবে প্রতিষ্ঠা করে ফেলবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ব্যাপারটা এতো সহজ হতে দেবেন না সেটাও নিশ্চিত বলে মনে করছেন তাঁরা, বরং প্রথম সুযোগেই মুকুল-হাওয়া ‘ভ্যানিশ’ করে দেবার সর্বত চেষ্টাই থাকবে শাসকদলের তরফ থেকে মুকুলবাবুকে বিদায়ী উপহার হিসাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!