এখন পড়ছেন
হোম > জাতীয় > জেনে নিন পরের ‘বোমাটি’ কবে ফাটাতে চলেছেন মুকুল রায়

জেনে নিন পরের ‘বোমাটি’ কবে ফাটাতে চলেছেন মুকুল রায়


তৃণমূল শিবির ছেড়ে বিজেপি শিবিরে যেতেই রাজ্য রাজনীতিতে মুকুল রায়কে ঘিরে বেশ একটা ঔৎসুক্য তৈরি হয়েছিল। কেননা তিনি একসময় ঘাসফুল শিবিরের অঘোষিত দুনম্বর ছিলেন, ফলে জানেন দলের অনেক গোপন কথাই। আর মুকুল বাবু বিরোধীদের হতাশও করেননি, বিজেপির হয়ে তাঁর প্রথম প্রকাশ্য জনসভা থেকেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু চোখা চোখা অভিযোগ আনেন বিশ্ব বাংলা লোগো, জাগো বাংলা পত্রিকা ও জোড়াফুল লোগো নিয়ে। যা নিয়ে তীব্র তরজা শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে। যার রেশ মেলাতে না মেলাতেই তিনি আবার দিল্লিতে সাংবাদিকদের কাছে ‘বোমা’ ফাটান এই বলে যে তৃণমূল কংগ্রেসের আবেগের সঙ্গে যে শব্দবন্ধ ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে তও আসলে তৃণমূলের নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মালিকানাধীন।
মুকুল বাবু রানী রাসমণি রোডের সভা থেকেই জানিয়েছিলেন, এই সবে শুরু। এরপরে আরো অভিযোগ নিয়ে পার্ট টু, পার্ট থ্রী তিনি আনবেন। ফলে রাজ্য রাজনীতিতে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে পরের ‘বিস্ফোরণটা’ কবে ঘটে তা নিয়ে। সূত্র মারফত যা জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে গুজরাতের ফল ঘোষণার পরের দিন অর্থাত্‍ ১৯ ডিসেম্বর পরবর্তী ‘বোমা’টি ফাটাবেন তিনি। সম্প্রতি ভোটের প্রচারে গুজরাত গিয়েছিলেন মুকুলবাবু, সেখানে আহমেদাবাদ বিমানবন্দরে অমিত শাহের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়। আর সেই আলোচনা নাকি গুজরাটের প্রচার নয়, হয়েছে তৃণমূলকে আক্রমণের পদ্ধতি নিয়ে। গুজরাতের দখল বিজেপি হাতে আসলে, পরের বারের আক্রমণের ঝাঁঝ আরও বাড়বে বলবে বলেই সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!