এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সব্যসাচী দত্তের সঙ্গে লুচি-আলুর দমের রেশ না মেলাতেই অধীর-দীপার সঙ্গে নৈশভোজে বসছেন ‘চাণক্য’ মুকুল রায়

সব্যসাচী দত্তের সঙ্গে লুচি-আলুর দমের রেশ না মেলাতেই অধীর-দীপার সঙ্গে নৈশভোজে বসছেন ‘চাণক্য’ মুকুল রায়


গতকাল সন্ধ্যে থেকেই রাজ্য-রাজনীতি তোলপাড় – কেননা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের ঘোষিত নীতির বিরুদ্ধে গিয়ে মুকুল রায়ের সঙ্গে নিজের বাসভবনে প্রায় ঘন্টা দেড়েক একান্তে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সাংবাদিক মহল যখন উত্তাল যে এই বৈঠক আদতে হয়েছে সাব্যসাচীবাবুকে বারাসত আসন থেকে বিজেপি প্রার্থী করার জন্য – তখন সাব্যসাচীবাবুর বাড়ি থেকে হাসতে হাসতে বেরিয়ে বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়ের সহাস্য উত্তর – আসলে এটা ছিল সৌজন্য বৈঠক!

মুকুলবাবু আরও জানান, আসলে সব্যসাচীবাবু তাঁর ছোট ভাইয়ের মত, সব্যসাচীবাবুর স্ত্রী তাঁর বোনের মত। তাই তাঁর ক্ষিদে পেলেই তিনি ছুটে আসেন সাব্যসাচীবাবুর বাড়িতে – দশ দিন আগেও এসেছিলেন, দুমাস আগেও এসেছিলেন। গতকাল নাকি সব্যসাচীবাবুর বাড়িতে তিনি লুচি-আলুর দম আর মিষ্টি খেয়েছেন! আর আলোচনা বলতে হয়েছে – ভারত-পাকিস্তান সম্পর্ক ও ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ নিয়ে। যেহেতু, সব্যসাচীবাবু তাঁর পারিবারিক বন্ধু, তাই নাকি রাজনীতি নিয়ে কোনো আলোচনাই হয় নি! মুকুলবাবুর যুক্তি, পারিবারিক বন্ধুর সঙ্গে কেউ রাজনীতি নিয়ে আলোচনা করে নাকি!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, মুকুলবাবু তাঁর সঙ্গে সব্যসাচীবাবুর বৈঠককে যতই ‘লুচি-আলুর দমের’ মোড়কে রাখতে চান – এই বৈঠক ঘিরে জল্পনা থামছে না কিছুতেই। আর তার মাঝেই এল, আরও বড় খবর – মুকুলবাবুকে আগামীকাল দিল্লিতে নিজের বাসভবনে নৈশভোজে ডেকেছেন বঙ্গ কংগ্রেসের হেভিওয়েট সাংসদ অধীর চৌধুরী! এখানেই শেষ নয়, দিল্লিতে মুকুলবাবুর সঙ্গে একান্তে বৈঠকে বসতে চলেছেন আরেক হেভিওয়েট কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। দুজনেই ঘোষিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী – কিন্তু আপাতত মুকুলবাবুর বিরোধী রাজনৈতিক দলে আছেন। ফলে স্বাভাবিকভাবেই এই বৈঠক ঘিরে চূড়ান্ত জল্পনা রাজ্য-রাজনীতিতে।

এই প্রসঙ্গে, দিল্লিতে মুকুলবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক যুবনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দাদা আপাতত দিল্লির পথে। তবে, আগামীকাল অধীরবাবুর বাড়িতে নৈশভোজে দাদার যোগ দেওয়ার কথা আছে। কিন্তু, দাদার সঙ্গে সকল রাজনৈতিক দলের নেতাদেরই খুব ভালো সম্পর্ক, অধীরবাবু বা দীপাদেবীর সঙ্গেও স্বাভাবিক নিয়মেই দাদার সম্পর্ক অত্যন্ত সুমধুর। তাই, দাদা দিল্লিতে আসায় অধীরবাবু সৌজন্যের খাতিরে নৈশভোজে ডেকেছেন, এরমধ্যে রাজনৈতিক রঙ খুঁজতে যাওয়া অর্থহীন। কিন্তু, মুকুলবাবু লোকসভা নির্বাচনের আগে সব হেভিওয়েট নেতার সঙ্গেই শুধুমাত্র ‘সৌজন্য-সাক্ষাৎ’ করছেন আর ‘লুচি-আলুরদম’ খাচ্ছেন বা নৈশভোজ সারছেন – এখনও ঠিক সেটা হজম করতে পারছেন না অত্যন্ত রাজনীতি সচেতন বঙ্গবাসী!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!