এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল নেত্রীর রক্ত চাপ আরো বাড়িয়ে বিস্ফোরক দাবি মুকুল রায়ের – জেনে নিন বিস্তারিত

তৃণমূল নেত্রীর রক্ত চাপ আরো বাড়িয়ে বিস্ফোরক দাবি মুকুল রায়ের – জেনে নিন বিস্তারিত


কয়েকদিনের শান্তির পর ফের অশান্তির কালো মেঘ ব্যারাকপুর শিল্পাঞ্চলে। গত রবিবার পার্টি অফিস দখল করাকে কেন্দ্র করে চলে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ – চলে ব্যাপক বোমাবাজি। আর এই সংঘর্ষে বিজেপি সাংসদ অর্জুন সিং মাথায় গুরুতর আঘাত পেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অর্জুন সিংকে হাসপাতালে দেখতে গিয়ে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ সামনে নিয়ে এলেন বঙ্গ-বিজেপির অন্যতম শীর্ষনেতা মুকুল রায়।

অর্জুন সিং এর উপর হামলার ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত বলে এদিন দাবি করলেন মুকুল রায়। কারণ হিসাবে মুকুল রায় বলেন, পরোক্ষে তৃণমূল নেত্রী অর্জুন সিংকে খুন করতে চাইছেন। এদিন সন্ধ্যায় মুকুল রায় অর্জুন সিং এর সম্পর্কে জানান যে, তিনি এখন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে আছেন। ইন্টারনাল কোন ইনজুরি আছে কিনা তা দেখছেন চিকিৎসকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, রবিবার পার্টি অফিস দখল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শ্যামনগর-জগদ্দল এলাকা। অভিযোগ, তৃণমূল জোর করে দখল নেয় বিজেপির পার্টি অফিসের। এই ঘটনার প্রতিবাদ করতে বিজেপি বিভিন্ন জায়গায় অবরোধ করা শুরু করে দেয়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি বেঁধে যায়। অন্যদিকে, বিজেপি সাংসদ অর্জুন সিং সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁর গাড়ি আক্রান্ত হয় এবং তাঁর মাথা ফাটে ইঁটের ঘায়ে।

তৃণমূল অবশ্য দাবি করে, যে পার্টি অফিস তারা দখল করেছে, তা 2019 এর লোকসভার ভোটের পরে বিজেপি দখল করে নিয়েছিল। এদিন তারা তাদের নিজস্ব পার্টি অফিসই পুনর্দখল করেন। ব্যারাকপুর এলাকায় বিজেপির দখল করা সমস্ত পার্টি অফিস ফেরত চায় তারা। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, অর্জুন সিং নিজেই নিজেকে আহত করেছেন এবং পুলিশ প্রশাসনের দোষ দিচ্ছেন। এদিন তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার ভূয়সী প্রশংসা করেন।

মুকুল রায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্জুন সিং কে খুন করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে এফআইআর এর অভিযোগ আনার কথা বলেন। শুধু তাই নয়, মুকুল রায়ের অভিযোগ মুখ্যমন্ত্রী অন্যান্য বিজেপি বিধায়কদেরও খুন করতে চাইছেন। তবে এভাবে বিজেপি বিধায়কদের ভয় পাওয়ানো সম্ভব নয় বলে জানান মুকুল রায়। দখল পুনর্দখলের এই সংঘাত কতদিন চলবে তা বলা মুশকিল। তবে দুই পক্ষেরই যে নজর 2021 এর বিধানসভা ভোটের দিকে সে বিষয়ে নিশ্চিত করে বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!