এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়ের জন্য এবার কি ভাবছে তৃণমূল? দলে ফেরার জন্য কি পুরষ্কার? অপেক্ষায় রাজনৈতিক মহল

মুকুল রায়ের জন্য এবার কি ভাবছে তৃণমূল? দলে ফেরার জন্য কি পুরষ্কার? অপেক্ষায় রাজনৈতিক মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল মুকুল রায় এবং শুভ্রাংশু রায় বিজেপি থেকে তৃণমূলে ফিরতে পারেন বলে। অবশেষে অনুমান সফল করে শুক্রবারের বিকেলে আবার পুরনো দলে ফিরে এলেন তাঁরা। প্রসঙ্গত, মুকুল রায় গেরুয়া শিবিরে সর্বভারতীয় সহ-সভাপতি পদে ছিলেন। যথারীতি এই বড়োসড়ো পদ ছেড়ে মুকুল রায় তৃণমূলে গিয়েছেন। সেক্ষেত্রে তাঁকে এবার কোন স্থান দেওয়া হবে ঘাসফুল শিবিরে, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। যদিও গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন, মুকুল রায়কে উল্লেখযোগ্য কোন একটি পদ দেওয়া হবে। তবে সে ব্যাপারে দলে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ হবে।

প্রসঙ্গত, 2017 সালে তৃণমূল ছেড়ে যখন মুকুল রায় চলে যান সেসময় তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক মহলে তিনি তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলে পরিচিত ছিলেন। বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যথারীতি মুকুল রায়ের কিন্তু আর পুরনো পদ ফিরে পাওয়ার কোন রাস্তা নেই। সেক্ষেত্রে তৃণমূল শিবিরের একাংশের অনুমান, আসন্ন রাজ্যসভার নির্বাচনে তাঁকে মনোনীত করতে পারে দল। এবং 2017 সালে যে রাজ্যসভার সদস্য পদ থেকে মুকুল রায় ইস্তফা দিয়েছিলেন, সেই পদ তাঁকে ফিরিয়ে দেওয়া হবে। একই সাথে রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করার সাথে সাথে মুকুল রায়ের নিরাপত্তাও সরিয়ে নিয়েছিল রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এবার দেখার, মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার সাথে সাথে তাঁর নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয় কিনা রাজ্যের শাসক দল। তবে অনুমান করা হচ্ছে, মুকুল রায়কে জেড শ্রেণীর নিরাপত্তা দেওয়া হতে পারে।পাশাপাশি শুভ্রাংশু রায়কে নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, শুভ্রাংশুকেও ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতে পারে। পাশাপাশি সূত্রের খবর, আগামী উপনির্বাচনে হয়তো কৃষ্ণনগর উত্তর কিংবা শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন শুভ্রাংশু রায়। একই সাথে যুব তৃণমূলের কোন বড় সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। তবে সবটাই অনুমান। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

তবে সর্বক্ষেত্রে যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলে আসার আগে বেশ কয়েকবার মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনালাপ হয়েছে। গতকাল তৃণমূল ভবনেও প্রায় ঘন্টা দুয়েক বৈঠক চলে দুজনের। তাই এক্ষেত্রে বিশেষজ্ঞদের অনেকেই অনুমান করছেন, মুকুল রায় গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। যথারীতি পুরস্কারস্বরূপ তাঁর কিছু প্রাপ্য অবশ্যই আছে। কিন্তু সেটা কি তা নিয়ে রহস্য ক্রমশ ঘনীয়মান। পাশাপাশি এবার মুকুল রায়কে তৃণমূল জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার জন্য ব্যবহার করবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!