এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল রায়ের পরে এবার তৃণমূলে ফিরতে মরিয়া বিজেপির আরেক হেভিওয়েট, কিন্তু বাদ সাধছে গদ্দার পোষ্টার

মুকুল রায়ের পরে এবার তৃণমূলে ফিরতে মরিয়া বিজেপির আরেক হেভিওয়েট, কিন্তু বাদ সাধছে গদ্দার পোষ্টার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাওড়া জেলার অন্যতম তৃণমূল নেতা তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে চলে আসেন বিজেপিতে। এবং তার পরেই তিনি বিজেপির নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তোলেন তৃণমূল দল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের ক্ষেত্রে। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের পরেই ছবিটা পুরো বদলে গেল।

রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে থেকেও পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেলেন। দীর্ঘদিন পর রাজীব বন্দ্যোপাধ্যায় আবারও সংবাদ শিরোনামে, সৌজন্যে দলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট। পাশাপাশি তৃণমূলে তিনি ফিরতে চলেছেন বলে গুঞ্জন। কিন্তু সমস্যা হাওড়া জেলাতেই। গদ্দার পোষ্টারে ছেয়ে গেল এলাকা।

একইসাথে তৃণমূলে ফেরার পথ পরিষ্কার করতে রাজীব এহেন পদক্ষেপ নিয়েছেন বলে দাবী রাজনৈটিক মহলের অনেকেরই। পাশাপাশি গুঞ্জন রাজী ব্যানার্জ্জী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল শিবিরে ফেরার। আর তারমধ্যেই উল্লেখযোগ্যভাবে ডোমজুড়ে পোস্টার পড়েছে গদ্দার এবং মীরজাফরদের যেন দলে না নেওয়া হয়।

এ প্রসঙ্গে পোস্টারে না নেওয়ার নামটি যে শুধুমাত্র রাজীব বন্দ্যোপাধ্যায়ের, তা বুঝতে কারো বাকি নেই। প্রসঙ্গত, মুকুল ঘনিষ্ঠ বলেই পরিচিত রাজীব বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে মুকুল রায়ের ফেরার পরেই রাজীব আরও উদগ্রীব হয়ে উঠেছে তৃণমূলে ফিরতে। শোনা যাচ্ছে, তিনি ফেরার জন্য তৃণমূলের এক শীর্ষ নেতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে রাজীব ব্যানার্জ্জীকে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে আবার আলোড়ন শুরু হয়েছে। তবে দু তরফেই এই সাক্ষাৎকারকে সৌজন্যতার নাম দিয়েছে।তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎকার যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা এককথায় মেনে নিচ্ছেন রাজনীতির কারবারীরা।

অন্যদিকে গতকালই তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দলে যারা গদ্দারি করেছেন, তাঁদেরকে ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই উঠছেনা। এই সূত্রে ডোমজুড়ে গদ্দার এবং মীরজাফর পোস্টার যথেষ্ট আলোচনায় উঠে এসেছে বলেই দাবী রাজনৈতিক মহলের একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই ডোমজুড়ের স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলের কর্মীদের স্বতস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। তৃণমূলের চরম সংকটের দিন যেভাবে এলাকার বিধায়ক দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন, দল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে গিয়েছে ক্রমাগত, তাই এবার তৃণমূল নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য দলের কর্মীরা পোস্টার দিয়েছেন।

অন্যদিকে রাজীব ব্যানার্জ্জীকে নিয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন ইতিবাচক ইঙ্গিত করা হয়নি। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত যে গ্রহণ করবেন শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা তৃণমূলের প্রত্যেকে এককথায় জানিয়ে দিয়েছেন। অন্যদিকে ভোটের মুখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছায়াসঙ্গী তথা সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালী গুহও বিজেপিতে চলে গিয়েছিলেন। কিন্তু বিজেপিতে গেলেও তাঁকে সেভাবে কোনদিনই সক্রিয় হতে দেখা যায়নি বরং ভোট মেটার পরে তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো খোলা চিঠি লিখেছিলেন দলে ফিরে আসার জন্য।

আর এবার তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তৃণমূলের শীর্ষ নেত্রীর ডাকের অপেক্ষা করছেন তিনি। প্রসঙ্গত রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, মুকুল রায় দলে ফেরার পরেই তৃণমূল ছেড়ে যাওয়া অনেকেই দলে ফেরার জন্য তলে তলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। সেক্ষেত্রে রাজীব বন্দোপাধ্যায় বা সোনালী গুহ নেত্রীর অনুকম্পা পান কিনা, সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!