এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়কে নিয়ে অস্বস্তি বিজেপির, মুকুলের বিধায়ক থাকা মামলা নিয়ে জোর শোরগোল

মুকুল রায়কে নিয়ে অস্বস্তি বিজেপির, মুকুলের বিধায়ক থাকা মামলা নিয়ে জোর শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায়ের তৃণমূলে আসার পর থেকেই তাঁর বিধায়ক পদ খারিজের জন্য উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। কার্যত খাতায়-কলমে এখনো পর্যন্ত মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। আর সেই যুক্তিতেই মুকুল রায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন। অন্যদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে বিজেপি। স্পিকারের ঘরে মামলা চলছে। শুক্রবার বেলা 11 টা নাগাদ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দ্বিতীয় শুনানি ছিল। তবে এদিনের শুনানিতে শুভেন্দু অধিকারী হাজির হলেও মুকুল রায় থাকতে পারেননি।

কারণ সেই মুহূর্তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে ছিলেন। সূত্রের খবর, শুক্রবার 25 মিনিটের বেশি সময় ধরে শুনানি চলে। তবে শুনানি থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন মন্তব্য করতে চাননি। জানা গেছে, স্পিকারের ঘরে বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এবং কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। অন্যদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলা সংক্রান্ত কোন তথ্য শুভেন্দু অধিকারী প্রকাশ্যে না জানালেও এবার বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুকুল রায়ের জন্য তাঁরা দ্রুত আদালতের দ্বারস্থ হবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই অবশ্য হাইকোর্টে বিজেপি বিধায়ক অম্বিকা রায় মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচন নিয়ে মামলা করেছেন। অন্যদিকে শুক্রবার বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক ছিল। ঘোষণা অনুযায়ী এই বৈঠকে বিজেপি বিধায়করা ছিলেন না। তবে চেয়ারম্যান মুকুল রায়ের জায়গায় বৈঠক পরিচালনা করেছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে আজকেও কোন রাস্তা বেরোয়নি।

আর তাই শুভেন্দু অধিকারী কোন প্রতিক্রিয়া জানাননি। বিশেষজ্ঞদের মতে, মুকুল রায়ের বিধায়ক পদ থাকবে কী থাকবে না তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বিধানসভার স্পিকার। অন্যদিকে মুকুল রায়কে মনোনয়নের ভিত্তিতে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তাই সবদিক থেকে মুকুল রায়কে নিয়ে বিজেপি কার্যত তীব্র অস্বস্তির মুখে। আপাতত এই অস্বস্তির হাত থেকে মুক্তি পেতে গেরুয়া শিবির পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করে, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!