এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়কে নিয়ে শুনানীর দিন ঘোষণা, মুকুলের বিরুদ্ধে প্রামাণ্য নথি হাজির করবে শুভেন্দু

মুকুল রায়কে নিয়ে শুনানীর দিন ঘোষণা, মুকুলের বিরুদ্ধে প্রামাণ্য নথি হাজির করবে শুভেন্দু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় তৃণমূলে যোগদান করার পর থেকেই তাঁর বিধায়ক পদ খারিজ করার দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গেরুয়া শিবির। এই অবস্থায় মুকুল রায়কে করা হয়েছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। সেখান থেকেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা নিয়ে আরও তৎপর হয়েছে গেরুয়া শিবির। এবার বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জ্জী শুক্রবার দুপুর দুটো নাগাদ শুনানি ডেকেছেন। সূত্রের খবর, এই শুনানিতে মুকুল রায়ের বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ তুলে দেবেন শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে নিয়ে কি রায় দেন, তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু।

অন্যদিকে জানা যাচ্ছে, মুকুলের বিধায়ক পদ খারিজ করতে শুভেন্দু অধিকারী একাধিক ভিডিও ক্লিপিংস এই শুনানীর মাধ্যমে স্পীকারের হাতে জমা করতে চলেছেন। সূত্রের খবর, এই ভিডিও ক্লিপিংসের মধ্যে একদিকে যেমন 11 ই জুন তৃণমূল ভবনে গিয়ে মুকুল রায়ের যোগদান সংক্রান্ত ভিডিও রয়েছে, ঠিক সেরকমই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উত্তরীয় গ্রহণ করা থেকে আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকে তৃণমূলে যোগদান করানোর সময় নিজের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার ভিডিও রয়েছে। একই সাথে মুকুল রায় সংক্রান্ত বেশকিছু প্রামাণ্য নথি বিজেপির হাতে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সব নিয়েই খসড়া তৈরি করেছেন খ্যাতনামা আইনজীবী রাম জেঠমালানির ছেলে মহেশ জেঠমালানি এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। একই সাথে মুকুল রায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন কল্যাণের বিধায়ক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অম্বিকা রায়। মুকুল রায় পিএসির চেয়ারম্যান হওয়ার পরেই শুভেন্দু অধিকারী রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মুকুল রায়ের বিধায়ক থাকার দিন শেষ। যথারীতি তিনি পিএসি চেয়ারম্যান পদেও থাকতে পারবেননা। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও শিশির অধিকারীকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সব দিক বিচার করে বিধানসভার স্পিকার শুক্রবার শুনানি ডেকেছেন।

তবে গেরুয়া সূত্রে খবর, বিধানসভার অধ্যক্ষ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে যদি বিশেষ টালাবাহানা করেন, তাহলে গেরুয়া শিবির আদালতের দ্বারস্থ হবে। সব মিলিয়ে মুকুল রায় নামক কাঁটাকে উপড়ে ফেলতে একপ্রকার মরিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে সাংসদ সুনীল মণ্ডল এবং শিশির অধিকারীকে নিয়ে দীর্ঘদিন ধরেই লোকসভায় প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল সাংসদরা। সেক্ষেত্রে মুকুল রায়কে নিয়ে কি সিদ্ধান্ত হবে, সেদিকেই এখন টানটান নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!