মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করায়, তৃণমূলের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপি কলকাতা তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য July 11, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়কে বিজেপির সদস্য বলে দাবি করেছেন তিনি। বিধানসভায় বিজেপির বিধায়কেরা এর প্রতিবাদ জানিয়ে বিধানসভার কোন কমিটির চেয়ারম্যানের পদ নেবে না বলে জানিয়ে দিয়েছে। বিধানসভার কমিটি বন্টন নিয়ে তৃণমূলের সঙ্গে বড়সড় সংঘাতে নামতে চলেছে বিজেপি। বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী জানালেন যে, সংসদের রীতি অনুযায়ী পিএসির চেয়ারম্যান হওয়ার কথা বিরোধীদলের বিধায়কের। সরকারের খরচের হিসাব নেওয়ার অধিকার বিরোধীদের আছে। দেশের সংসদীয় ব্যবস্থার ইতিহাসে এই প্রথম এই রীতি ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানালেন, এটাই ওদের লাস্ট টার্ম, তাই যত ভোগ করার তা করে নিক। বিধানসভার স্থায়ী ও হাউস কমিটির চেয়ারম্যানের কোন পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে, সদস্য পদ ছেড়ে দেবেন না তাঁরা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিধানসভার বৈঠকে উপস্থিত থাকবেন তাঁরা ও বিতর্কে অংশগ্রহণ করবেন। রাজ্যের ২ কোটি ২৮ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন। তাঁদের প্রতি দায়বদ্ধতার জন্যই বিধানসভার দায়িত্ব পালনে পিছিয়ে যাবে না বিজেপি। শুভেন্দু অধিকারী জানান, বিরোধী দলের মুখ্য সচিব মনোজ টিগ্গা পিএসসির চেয়ারম্যান হিসেবে অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করেছিলেন। স্পিকার এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। এর অর্থ হল শাসকদল খরচ করবে, আবার ওরাই হিসেব রাখবে। বিরোধীরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। এখানে বিরোধীদের কোনো ভূমিকা নেই। এটা সংবিধানবিরোধীতা ছাড়া আর কিছুই না। অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার কারণ হলো যাতে কেউ সামান্যতম প্রশ্নও তুলতে না পারে, তার ব্যবস্থা করতে চাইছে সরকার। এতদিন পর্যন্ত বিরোধী পক্ষের থেকে যে নাম পাঠানো হতো, তাঁকে পিএসির চেয়ারম্যান করা হতো। বিজেপি যে নাম পাঠিয়েছিল, তাঁকে চেয়ারম্যান করা হয়নি। তিনি অভিযোগ করেন, বিরোধীশূন্য ভাবে সরকার চালাতে চাইছে তৃণমূল। আপনার মতামত জানান -