এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মুকুল পুত্রের কেন্দ্র নিয়ে বিস্ফোরক অভিযোগ শাসকদলের কাউন্সিলরের

মুকুল পুত্রের কেন্দ্র নিয়ে বিস্ফোরক অভিযোগ শাসকদলের কাউন্সিলরের


বীজপুর মুকুল রায়ের পুত্রের এলাকা। আর সেই এলাকাতে এদিন বিস্ফোরণ ঘটে। যদিও এখনো ধরা পড়েনি অভিযুক্তরা। এর মাজেই অস্বস্তি বাড়িয়ে তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস বলেন, “হালিশহর পৌরসভার ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের ঘন জনবসতিপূর্ণ এলাকার ঘরে ঘরে প্রচুর বাজি কারখানা গড়ে উঠেছে। তার কোনটির বৈধ লাইসেন্স আছে। আবার কোনও কারখানার তা নেই। তবে আমি এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দিয়েছি। এলাকায় অবৈধ বাজি কারখানা আর গড়ে উঠতে দেব না।”এর ফলে রাজনৈতিকমহলের দাবি যে বিরোধীদের দাবিতেই সিলমোহর লাগলেন তৃণমূল কাউন্সিলর। কেননা বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর বিরোধীরা অভিযোগ করেছিল যে রাজ্যে অবৈধ বারুদের কারখানা গড়ে উঠছে। প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় বীজ পুরের হালিশহরে একটি অবৈধ বাজি কারখানায় আগুন লাগে। এবং ২ যোগ মহিলা শ্রমিক মারা যায়। পুলিশ বিষয়টির তদন্ত করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!