এখন পড়ছেন
হোম > রাজ্য > শোভন চট্ট্যোপাধ্যায়- এর পশে দাঁড়িয়ে মমতাকে আক্রমণ মুকুলের বাড়লো জল্পনা

শোভন চট্ট্যোপাধ্যায়- এর পশে দাঁড়িয়ে মমতাকে আক্রমণ মুকুলের বাড়লো জল্পনা


মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার সরাসরি আক্রমণ মুকুল রায়ের। এদিন পুরুলিয়ার একটি বিজেপি সভায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক বাক্য ব্যয় করে মুকুল রায় জানান, ”একজন মন্ত্রীর নিরাপত্তায় রাত পর্যন্ত ছটি গাড়ি ছিল, সকালে উঠেই তিনি দেখলেন তা কমে এক তৃতীয়াংশ হয়ে গিয়েছে। আসলে এটাই হল মুখ্যমন্ত্রীর স্বভাব। কখনও শোভন চট্টোপাধ্যায়, আর কখনও ভারতী ঘোষ- সবাই মুখ্যমন্ত্রীর ‘ব্যবহার করে ছুড়ে ফেলা দেওয়া’ স্বভাবের বলি। রাজ্যে এমনই একটা অবস্থা তৈরি হয়েছে যে, কোনও পুলিশ অফিসারই বুঝতে পারছেন না- ওনার অবস্থা কী হবে।” আর এই বক্তব্যের পরেই জল্পনা শুরু শোভনবাবুর সাথে ভারতী ঘোষের কি মিলের কথা বলতে চাইলেন মুকুলবাবু। তবে কি শোভনবাবুও দল থেকে বেরিয়ে যেতে চলেছেন। শোভনবাবুর সাথে তৃণমূলের দূরত্ত্ব বেড়েছে অনেক দিন হলো। আর তাই কি মুকুলবাবু বিজেপিতে তাঁকে টানতে এই কথা বলে পশে দাঁড়ালেন। এই নিয়েই এখন জল্পনা চরমে। এদিন তিনি তৃণমূলের বিরুদ্ধে পুরুলিয়ার মহিলাদের উলু দিয়ে এবং পরুষদের হাততালি দিয়ে মুখে চোর স্লোগান তুলে আন্দোলনের পথে সামিল হওয়ার কথা বলেন। তিনি বলেন, ”ডিভিসি প্রকল্পের জমি নেওয়ার সময় রাজ্য সরকার কথা দিয়েছিল, ক্ষতিপূরণ ও চাকরি দেবে। কিন্তু তৃণমূলের ছোট বড় নেতারা সব চুরি করে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে।” এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে তোপ দেগে তিনি আরো বলেন, “মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন করলেও কোনও নতুন শিল্প আসেনি। তবে রাজ্যে শিল্প যে হচ্ছে না, তা নয়। রাজ্যে নতুন ‘শিল্প’ হিসেবে উত্থান হয়েছে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের। তাই এই নতুন ‘শিল্পে’র বাড়বাড়ন্ত রুখতে কেন্দ্রের কাছে মনিটরিং কমিটি গড়ার প্রস্তাব দিয়েছে রাজ্য বিজেপি। রাজ্যের এই বেনিয়ম বিজেপি বরদাস্ত করবে না। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!