এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুলের হাত ধরে তৃণমূলে তিন হেভিওয়েট? বড় ভাঙ্গনের আশঙ্কায় বিজেপি!

মুকুলের হাত ধরে তৃণমূলে তিন হেভিওয়েট? বড় ভাঙ্গনের আশঙ্কায় বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মুকুল রায়। আর দল ভাঙ্গানোর অন্যতম কারিগর হিসেবে পরিচিত মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকেই বিজেপির অন্দরে তৈরি হয়েছে আশঙ্কা‌। গেরুয়া শিবিরের অনেকেই এখন মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। এমনকি ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারাও তৃণমূলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করছেন।

আর এই পরিস্থিতিতে মুকুল রায় ঘাসফুল শিবিরে নাম লেখানোর পর বিজেপির অনেক জনপ্রতিনিধিকে ফোন করছেন বলে খবর। জেলায় জেলায় মুকুলবাবুর অনুগামীরা আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনা জেলার তিন হেভিওয়েট নেতাকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। জানা গেছে, বিজেপির তিন হেভিওয়েট নেতা খুব দ্রুত মুকুল রায়ের হাত ধরে ফিরে আসতে পারেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিক ভাবেই এর ফলে ভারতীয় জনতা পার্টি যে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রতন ঘোষ,ফিরোজ কামাল গাজি এবং কাশেম আলিকে নিয়ে বর্তমানে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। মূলত এই তিন নেতা মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। মূলত, মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেন কাসেম আলি। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের পর থেকেই তিনি বেসুরো হতে শুরু করেছিলেন। আর এবার সেই কাশেমবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

এছাড়াও রতনবাবু এবং ফিরোজ কামাল গাজিকে নিয়েও জল্পনা ক্রমশ বাড়ছে। বলা বাহুল্য, মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তপন সিনহা বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আর তার পথ ধরেই বিজেপির আরও তিন হেভিওয়েট নেতার তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের দাবি, 2017 সালের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর তৃনমূল ভাঙতে শুরু করেছিলেন মুকুল রায়। তার হাত ধরে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা কর্মীরা যোগদান করতে শুরু করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু সেই মুকুল রায় 2021 এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে যোগদান করার কারণে তার হাত ধরে যারা বিজেপিতে যোগদান করেছিলেন, তারা আবার তৃণমূলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

ইতিমধ্যেই অনেকে ঘাসফুল শিবিরে নাম লেখাতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনা জেলার তিন হেভিওয়েট নেতা খুব দ্রুত তৃণমূল কংগ্রেসে নাম লেখাবেন বলে খবর। এদিকে তিন বিজেপি নেতার তৃণমূল কংগ্রেসে যোগদান প্রক্রিয়া যদি সম্পন্ন হয়, তাহলে উত্তর 24 পরগনা জেলায় ক্রমশ ব্যাকফুটে পড়ে যাবে ভারতীয় জনতা পার্টি। তাই ভাঙ্গন আটকাতে এখন বিজেপির পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!