এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুলের হাত ধরেই কি তৃণমূলে যোগ দিতে চলেছেন হেভিওয়েট সাংসদ, গোপন বৈঠক ঘিরে জল্পনা!

মুকুলের হাত ধরেই কি তৃণমূলে যোগ দিতে চলেছেন হেভিওয়েট সাংসদ, গোপন বৈঠক ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। তবে গেরুয়া শিবির বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করতে না পারার পরেই ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হতে শুরু করে। বেসুরো মন্তব্য করতে শুরু করেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া একের পর এক নেতা নেত্রীরা। যার ফলে অনেক হেভিওয়েট আবার তাদের পুরনো ঘর তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে পারেন বলেও জল্পনা তৈরি হয়। আর এই পরিস্থিতিতে এবার জল্পনা বাড়িয়ে কিছুদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন বর্ধমান পূর্বের সাংসদ তথা বিজেপি নেতা সুনীল মণ্ডল। স্বভাবতই সুনীলবাবুর এইভাবে মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতে রীতিমতো জল্পনা বাড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, সোমবার রাতে দিল্লিতে মুকুল রায়ের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন সুনীল মণ্ডল। পরবর্তীতে মুকুলবাবুর বাড়ি থেকে বেরোনোর সময় চাদর দিয়ে মুখ ঢাকা দিয়ে সেখান থেকে বের হতে দেখা যায় তাকে। অনেকে বলছেন, মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর অনেকেই যে তার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন, তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। আর এবার সেই তালিকায় কি যুক্ত হতে চলেছেন সুনীল মণ্ডল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, সম্প্রতি একসময়কার তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল গেরুয়া শিবিরে যোগদান করার পরেই তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনতে উদ্যত হয় তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এই ব্যাপারে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে যাতে দলবদলকারী এই সাংসদের সদস্য পদ খারিজ করা যায়, তার জন্য তৎপরতা গ্রহণ করতে দেখা যায় ঘাসফুল শিবিরকে। আর এই পরিস্থিতিতে এবার সরাসরি তৃণমূল নেতা মুকুল রায়ের বাড়িতে গিয়ে তৃণমূলের ফেরার রাস্তাই প্রশস্ত করার চেষ্টা করলেন সুনীলবাবু বলে মনে করছেন একাংশ।

বলা বাহুল্য, শুভেন্দু অধিকারীর পথ ধরেই একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন এই সুনীল মণ্ডল। তবে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাকে এমনকি বিজেপির সঙ্গে সেই ভাবে যোগাযোগ রাখতে ও দেখা যাচ্ছিল না এই হেভিওয়েট সাংসদকে। আর অবশেষে মুকুল রায় দিল্লিতে পৌঁছানোর পরই তার বাসভবনে গিয়ে উপস্থিত হলেন বর্ধমান পূর্বের এই সাংসদ। যার ফলে তার তৃণমূলে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে মুকুল রায়ের সঙ্গে সুনীল মন্ডলের এই সাক্ষাৎ আগামী দিনে রাজ্য রাজনীতিতে কোন বার্তা বহন করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!