এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুলের কথাতেই কি কাজ করতে হবে দীনেশ ত্রিবেদীকে? নয়া আশঙ্কায় বাড়ছে জল্পনা!

মুকুলের কথাতেই কি কাজ করতে হবে দীনেশ ত্রিবেদীকে? নয়া আশঙ্কায় বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নজিরবিহীনভাবে রাজ্যসভার অধিবেশনে দাঁড়িয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। আর তারপর থেকেই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে, তিনি এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন। কিন্তু যদি তিনি বিজেপিতে যোগদান করেন, তাহলে একসময় তৃণমূল কংগ্রেসে থাকা মুকুল রায়ের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছিল দীনেশবাবুর, ফের কি সেই একই সমস্যার সম্মুখীন হতে চলেছেন তিনি?

বলা বাহুল্য, একসময় তৃণমূল কংগ্রেসে থাকাকালীন মুকুল রায় এবং দীনেশ ত্রিবেদীর দ্বন্দ্ব কারও অজানা নয়। কিন্তু এখন সেই দীনেশবাবুর কথা অনুযায়ী তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন বলেই জানা যাচ্ছে। সেদিক থেকে মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তাই তার কথাতেই দীনেশ ত্রিবেদীকে চলতে হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্বের ব্যাপারে আশঙ্কা উস্কে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, “তৃণমূলে থাকার সময় মুকুল-দীনেশের সমস্যায় বারবার মধ্যস্থতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নিয়ে তিনি দ্বন্দ্ব মিটিয়েছিলেন। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় রেলমন্ত্রী করেছিলেন। মুকুল রায়কেও রেলমন্ত্রী করেছিলেন। ফলে এবার বিজেপিতে মুকুলবাবু আর দীনেশবাবুর মধ্যে মতানৈক্য হলে কি হবে? সেখানে দমবন্ধ পরিবেশ তৈরি হবে না তো? বিজেপির বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীকে স্বাভাবিকভাবেই মুকুল রায়ের অধীনে কাজ করতে হবে।”

অনেকে বলছেন, এই সমস্যা যদি তৈরি হয়, তাহলে বিজেপিকে তার ফল চোকাতে হবে। এমনিতেই তৃণমূল থেকে নেতারা বিজেপিতে যাওয়ার ফলে দলের অনেক পুরনো নেতারা অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। তবে নীচুতলায় সেই দ্বন্দ্ব হলে, ওপরতলার নেতারা তা বন্ধ করবার জন্য বার্তা দিচ্ছেন। কিন্তু এবার দীনেশ ত্রিবেদীর মত হেভিওয়েট একসময় মুকুল রায়ের সঙ্গে গন্ডগোল হলেও, যদি বিজেপিতে যোগ দেন, তাহলে মুকুলবাবু এবং দীনেশবাবুর মধ্যে দ্বন্দ্ব বিজেপিতে বড় সমস্যার কারণ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, বর্তমান পরিস্থিতিতে মুকুল রায় বারবার জায়গা ছেড়ে দেওয়ার বার্তা দিচ্ছেন। সেদিক থেকে তার অনুগামী নেতারা ব্রাত্য হতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টিতে। বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন। আর এই পরিস্থিতিতে যদি দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দেন এবং তাকে বিজেপি গ্রহণ করে, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে, মুকুল রায়ের বিরোধী গোষ্ঠী তৈরি করতে ভারতীয় জনতা পার্টি এখন অনেকটাই তৎপর। যার ফলে সেই দ্বন্দ্ব আরও বৃদ্ধি পাবে। তবে এখানেই অনেকেই বলতে শুরু করেছেন, তৃণমূলে প্রথম ভাঙ্গন ধরিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়।

আর তারপরেই তার হাত ধরে তৃণমূলের ভাঙ্গন ক্রমশ বাড়তে শুরু করে। তবে এখন তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা দীনেশ ত্রিবেদী দলত্যাগ করার পর প্রতিটি দলের একসময়কার নেতা মুকুল রায়ের সঙ্গে গন্ডগোল হলেও সেই মুকুলবাবুর দেখানো পথেই যদি বিজেপিতে যোগ দেন, তাহলে বিজেপির মধ্যে মুকুলবাবু এবং দীনেশবাবুর গন্ডগোল ভয়াবহ আকার ধারণ করবে বলেই দাবি করা হচ্ছে। আর এই দুই হেভিওয়েট নেতার মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে আগামী দিনের তৃণমূলের ঘর ভাঙ্গা তো দূর অস্ত, বরঞ্চ নিজেদের ঘর সামলাতেই বেশি মনোযোগী হতে হবে ভারতীয় জনতা পার্টিকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!