এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুলের মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু, বাড়ছে জল্পনা! বড় পদক্ষেপের আশঙ্কা!

মুকুলের মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু, বাড়ছে জল্পনা! বড় পদক্ষেপের আশঙ্কা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হওয়ার পরেই মুকুল রায় যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আর তারপরেই তার বিধায়ক পদ খারিজ করতে উদ্যোগী হয় বিজেপি। পরবর্তীতে সেই মুকুল রায় পিএসির চেয়ারম্যান হওয়ার পর দলত্যাগী বিধায়কের সদস্য পদ কিভাবে থাকে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এবার মুখোমুখি হতে চলেছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির টিকিটে জয়লাভ করা বর্তমান তৃণমূল নেতা মুকুল রায়। স্বভাবতই এক সময় এক দলেরই দুই নেতা প্রতিপক্ষ হয়ে মুখোমুখি হওয়ায় জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, তৃনমূলে যোগ দেওয়ার কারণে বিধায়ক পদ যাতে মুকুল রায়ের না থাকে, তার জন্য প্রথম থেকেই উদ্যোগী হন বিজেপির শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে মুকুল রায় পিএসি কমিটির চেয়ারম্যান হিসেবে নিজের মনোনয়নপত্র দাখিল করার পরেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও বা মুকুল রায় বিজেপি পার্টির মেম্বার বলে সুকৌশলী মন্তব্য করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মুকুল রায়ের হাতে পিএসি চেয়ারম্যান যাতে থাকে, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন বলে দাবি করেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে সম্প্রতি তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা “বিজেপি পার্টির মেম্বার” মুকুল রায়কে উপস্থিত থাকতে দেখা যায়। আর সেই ছবিকে হাতিয়ার করে কেন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হবে না, তা নিয়ে ফের সরব হন শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে পিএসির চেয়ারম্যান হিসেবে মুকুল রায় বৈঠকে যোগ দিতে চলেছেন। আর সেই বৈঠকেই সদস্য হিসেবে উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বভাবতই এই বৈঠকে দুই নেতা বৈঠকে একসাথে উপস্থিত হওয়ায় বড় কোনো বিষয় উঠে আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আগামী 30 জুলাই বিধানসভায় পিএসি কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত হতে চলেছেন মুকুল রায়। আর দুপুর বারোটায় অনুষ্ঠিত সেই বৈঠকে থাকতে পারেন রাজ‌্যের বিরোধী দলনেতা। ফলে দলবদল করার পর গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে মুকুল রায় যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি বসেন, তাহলে বড় সমস্যা তৈরি হতে পারে। সেদিক থেকে এতদিন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা নিয়ে সরব হতেন শুভেন্দু অধিকারী। আর এবার মুখোমুখি বৈঠকে সেই বিষয়ে তিনি অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। যার ফলে পিএসির এই বৈঠককে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!