এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মুকুলের পর কি রুপা? দ্রৌপদীর মন্তব্য ঘিরে দলবদলের জল্পনা!

মুকুলের পর কি রুপা? দ্রৌপদীর মন্তব্য ঘিরে দলবদলের জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   একসময় মহিলা মোর্চার সভানেত্রী থাকাকালীন ভারতীয় জনতা পার্টির হয়ে বেশ ভালোই ময়দানে নামতে দেখা যেত বিশিষ্ট অভিনেত্রী তথা মহাভারতের দ্রৌপদী বলে পরিচিত রূপা গাঙ্গুলীকে। কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অস্বস্তি বাড়িয়ে মাঠে-ময়দানে তার লড়াই বিজেপি নেতা কর্মীদের বাড়তি অক্সিজেন পাইয়ে দিয়েছিল। কিন্তু বিজেপির মহিলা সংগঠনের সভানেত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার পর থেকে সেভাবে দলের সামনের সারিতে দেখা যায় না রুপাদেবীকে। যার ফলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। মাঝে তিনি কোথায়, এই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন একাংশ।

এদিকে 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করতে না পারার পরই দলের অনেক নেতা নেত্রীরা বেসুরো হতে শুরু করেছেন। অনেকেই দলবদল করতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। ইতিমধ্যে মুকুল রায়ের মত হেভিওয়েট নেতা দল পরিবর্তন করেছেন। আর তারপরই এবার রূপা গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে তৈরি হল জল্পনা। যেখানে তিনিও এবার বেসুরো মন্তব্য করে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিলেন বলে দাবি করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রূপা গাঙ্গুলী। যেখানে তিনি লিখেছেন, “রাজনীতিকে গ্ল্যামারাইজ করে লাভ নেই। অনেকে রক্ত ঝরলেও কেউ পাশে থাকে না।” স্বাভাবিক ভাবেই বিজেপি নেত্রীর এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা। একাংশ বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি অনেক অভিনেতা-অভিনেত্রীদের প্রার্থী করেছিল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পরাজিত হয়েছেন সেই সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা। আর এরপরই বিজেপি নেতা তথাগত রায় সেই সমস্ত ব্যক্তিদের প্রার্থী করা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার রাজনীতিকে গ্ল্যামারাইজ না করার কথা বলে কর্মীদের কথাই তুলে ধরলেন রূপা গাঙ্গুলী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ ভোটে পরাজিত হওয়ার পর সেভাবে আর অভিনেতা-অভিনেত্রীদের দেখতে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক ভাবেই কর্মীরা এখন বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন। আর এই পরিস্থিতিতে পরাজিত প্রার্থীরা কোথায়, তা নিয়ে দলের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবার রুপা গাঙ্গুলীর মত বিজেপি নেত্রীর গলাতেও সেই ক্ষোভের কথাই উঠে এল। যার ফলে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল বলেই মত পর্যবেক্ষকদের।

পাশাপাশি দলের পক্ষ থেকে রাজ্যসভাতেও সেভাবে তাকে বক্তব্য রাখতে দেওয়া হয় না বলেও সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন এই বিজেপি নেত্রী। স্বভাবতই দলের বিরুদ্ধে যে তার বিস্তর অভিযোগ রয়েছে, তা একপ্রকার স্পষ্ট। আর এই পরিস্থিতিতে রূপা গাঙ্গুলী যখন এই রকম মন্তব্য করলেন, তখন তার পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়েও তৈরি হয়েছে জল্পনা। অনেকে বলছেন, তাহলে কি এবার মুকুল রায়ের পথেই হাঁটবেন রূপা গাঙ্গুলী?

অবশেষে কি জার্সি পরিবর্তন করবেন মহাভারতের দ্রৌপদী? ভোটের ফলাফল প্রকাশের পর বিজেপির অস্বস্তি ক্রমশ বাড়ছে। আর তার মাঝেই গেরুয়া শিবিরের নেতৃত্বের দিকে বড় প্রশ্ন তুলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তবে শুধুমাত্র পোষ্ট করেই সীমাবদ্ধ থাকেন বিজেপি নেত্রী, নাকি পরবর্তীতে বড় কোনো সিদ্ধান্ত নেন তিনি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!