এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুলের প্রশংসা মমতার, উল্টো সুর কুণালের গলায়! নেত্রীর সঙ্গে কি সংঘাতে মুখপাত্র? বাড়ছে জল্পনা

মুকুলের প্রশংসা মমতার, উল্টো সুর কুণালের গলায়! নেত্রীর সঙ্গে কি সংঘাতে মুখপাত্র? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন তিনি। কিন্তু 2017 সালে বিজেপিতে যোগদান করার পর তৃণমূল কংগ্রেসকে প্রবলভাবে ধাক্কা দিয়েছিলেন মুকুল রায়। তবে সম্প্রতি একটি নির্বাচনী জনসভা থেকে মুকুল রায়ের প্রশংসা করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে শুভেন্দু অধিকারীর থেকে মুকুল রায় কিছুটা ভালো বলে দাবি করেন তৃণমূল নেত্রী। আর তারপরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করে। হঠাৎ করে মুকুল রায়ের প্রতি এত নরম মনোভাব পোষন করলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন।

আর এই পরিস্থিতিতে গুঞ্জন যখন চরম আকার ধারণ করে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে গিয়ে মুকুল রায় শুভেন্দু অধিকারীর থেকেও বেশি খারাপ বলে দাবি করতে দেখা গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। স্বাভাবিক ভাবেই নেত্রী যে পথে হাঁটছেন, তার উল্টো পথে হেটে কুনাল ঘোষ কি বার্তা দিতে চাইলেন, এখন তা নিয়ে রীতিমত জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, রবিবার বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন, “মমতাদিদি বলেছেন, শুভেন্দু অধিকারীর থেকে মুকুল রায় কিছুটা হলেও ভালো। কিন্তু আমি বলব, মুকুল রায় সবথেকে খারাপ। আসলে এখন মুকুল রায় আবার দিদির সঙ্গে যোগাযোগ রাখছে। তাই দিদি এই কথা বলেছেন।” স্বাভাবিক ভাবেই কুণাল ঘোষের এই মন্তব্যকে খুব একটা সহজ চোখে দেখতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তাদের দাবি, কুণাল ঘোষ এই মন্তব্য করে কি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও চাপের মুখে ফেলে দিলেন না? এক্ষেত্রে তিনি কি বুঝিয়ে দিলেন না যে, মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে দলে আনার জন্য উদ্যোগী! আর তাই মুকুল রায়ের প্রশংসা করলেন! কুণাল ঘোষের মন্তব্যের পর ভোটের মরশুমের তৃনমূল কংগ্রেস যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। বলা বাহুল্য, মুকুল রায়ের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক কোনো কালেই ভাল ছিল না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সারদা চিটফান্ডের সঙ্গে কুণাল ঘোষের যোগসাজশ এবং তার পরিপ্রেক্ষিতে তার গ্রেপ্তারের সময় বারবার মুকুল রায়ের ব্যাপারে অভিযোগ করতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। পরবর্তীতে তিনি দলের সক্রিয় হওয়ার পর যখন মুকুল রায় বিজেপিতে নাম লিখিয়েছিলেন, তখন তাকে বারবার আক্রমণ করেছিলেন এই কুণাল ঘোষ। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সেই মুকুল রায়ের প্রশংসা শোনার পর কিছুটা অন্য পথে হেঁটে তৃণমূল নেত্রীর সুরে সুর মেলাতে দেখা গেল না দলের মুখপাত্রকে।

বিশ্লেষকেরা বলছেন, তৃণমূলে শেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের চাপ বাড়িয়ে দিচ্ছেন, তখন মুকুল রায়ের প্রশংসা করে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু সেই রাস্তায় না হেটে মুকুল রায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে পরোক্ষে নিজের দল এবং নেত্রীর বিড়ম্বনা বাড়িয়ে দিলেন কুনাল ঘোষ। যা বর্তমান সময় তৃণমূলকে অনেকটাই অস্বস্তিজনক জায়গায় পৌঁছে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!