এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল রায়ের সঙ্গে বৈঠক প্রভাবশালী তৃণমূল নেতার! অবস্থা সামাল দিতে আসরে অনুব্রত মণ্ডল!

মুকুল রায়ের সঙ্গে বৈঠক প্রভাবশালী তৃণমূল নেতার! অবস্থা সামাল দিতে আসরে অনুব্রত মণ্ডল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সব্যসাচী দত্ত তৃণমূলে থাকার সময় হঠাৎ করেই এক সন্ধ্যায় তার বাড়িতে চলে যান বিজেপি নেতা মুকুল রায়। বাইরে বেরিয়ে এসে তিনি বলেন, সৌজন্য সাক্ষাৎ। সব্যসাচী তার দীর্ঘদিনের সহকর্মী। তাই তার বাড়িতে লুচি, তরকারি খেতে গিয়েছিলেন। পরবর্তীতে তার লুচি, তরকারি খাওয়ার পেছনে যে সব্যসাচী দত্তকে বিজেপিতে আনার একটা সূক্ষ্ম কৌশল প্রয়োগ করেছিলেন মুকুলবাবু, তা স্পষ্ট হয়ে যায়। আর এর কিছুদিন পরেই সেই সব্যসাচী দত্ত যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। স্বাভাবিকভাবেই এরপর থেকে তৃণমূলের অন্দরে ভীতি তৈরি হয়েছিল যে, মুকুল রায় যেহেতু তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, তাই তিনি তৃণমূল তাকে হাতের তালুর মত চেনেন।

ফলে একসময় তৃণমূল সামলানো মুকুল রায় যদি তৃণমূলের নেতাকর্মীদের বাড়িতে এইভাবে যেতে শুরু করেন, তাহলে তাদের মন ভাঙিয়ে তিনি তাদের বিজেপিতে যোগদান করাতে পারেন। তবে দীর্ঘদিন ধরে মুকুল রায় এরকম কোনো কার্যকলাপ করেননি। কিন্তু হঠাৎ করেই সম্প্রতি রবিবার ব্লক তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে চলে যান বিজেপি নেতা মুকুল রায়। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়। হঠাৎ করেই বঙ্গ বিজেপির চানক্যের তৃণমূল নেতার বাড়িতে উপস্থিতি ঘিরে তৈরি হয় প্রশ্ন। তাহলে কি এই তৃণমূল নেতাকে নিজের দলের টানতেই মুকুল রায়ের এই আগমন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই মুকুল রায়ের মত বিজেপি নেতা হঠাৎ করেই তৃনমূল নেতার বাড়িতে উপস্থিত হওয়ায় কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাই পরিস্থিতি সামলাতে মঙ্গলবার বিভাস অধিকারীকে ডেকে পাঠিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল বলে খবর। একাংশ বলছেন, দল ভাঙানোর দিক থেকে মুকুল রায়ের জুড়ি মেলা ভার। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর একের পর এক তৃণমূলের উইকেট ফেলে দিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন চুপ করে বসে থাকা মুকুলবাবুর হঠাৎ করেই তৃণমূল নেতা বিভাস অধিকারীর বাড়িতে চলে যাওয়া নিঃসন্দেহে ভাবিয়ে তুলেছে জেলা তৃণমূল নেতৃত্বকে।

তাই এবার চাপে পড়েই সেই বিভাসবাবুকে ডেকে পাঠালেন অনুব্রত মণ্ডল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বা বিভাসবাবুর বাড়ি থেকে বেরিয়ে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছিলেন মুকুল রায়। কিন্তু সব্যসাচী দত্তের সঙ্গে দেখা করেও এক সময় এই কথাই বলেছিলেন তিনি। তাই তার এই কথার সঙ্গে বাস্তব এক হবে, তা মানতে নারাজ বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় তৃণমূল নেতৃত্ব কিছুটা চিন্তিত হয়েই বিভাস অধিকারীকে তাকে ডেকে পাঠানো হল বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে অনুব্রত মণ্ডল ব্লক তৃণমূল সভাপতিকে ডেকে পাঠানোয় গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!