এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মুকুলের সাথে কি এবার তাঁর অনুগামীরাও ফুল বদলের পথে? চিন্তায় গেরুয়া শিবির

মুকুলের সাথে কি এবার তাঁর অনুগামীরাও ফুল বদলের পথে? চিন্তায় গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, গেরুয়া শিবিরে ভাঙন আসন্ন। ইতিমধ্যে অবশ্য বিভিন্ন জায়গায় নীচুস্তরের কর্মীরা দলবদল করতে শুরু করেছেন। তবে সব থেকে বড় ভাঙন ধরিয়েছেন এই মুহূর্তে গেরুয়া শিবিরে মুকুল রায়। স্বাভাবিকভাবেই মুকুল রায়ের দলবদলের পর প্রশ্ন উঠেছে তাঁর অনুগামীদের নিয়ে। প্রসঙ্গত, মুকুল রায়ের সাংগঠনিক শক্তির ক্ষমতা রাজ্য রাজনীতিতে বারবার দেখা গিয়েছে। 2019 এর লোকসভা নির্বাচনেও মুকুল রায়ের এই সাংগঠনিক শক্তির জোরেই বিজেপি 3 থেকে 18 পৌঁছায় বলেই মত রাজনৈতিক মহলের অনেকেরই।

সেই মুকুল রায় দীর্ঘ সময় পর যখন তৃণমূলে ফিরছেন, তখন খুব স্বাভাবিকভাবেই তাঁর সাথে থাকা গেরুয়া শিবিরের অনুগামীরাও দলবদল করবেন বলেই মনে করা হচ্ছে। আর তাই নিয়েই গেরুয়া শিবির এই মুহূর্তে সবথেকে বেশি চিন্তিত। প্রসঙ্গত রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরেই বিজেপিতে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন মুকুল রায়। ফলস্বরূপ ধরে নেওয়া যেতেই পারে, বিজেপির একুশের নির্বাচনে হারের পেছনে এটাও একটা বড় কারণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি জেলায় জেলায় যদি মুকুল অনুগামীরা এই মুহূর্তে তৃণমূলের শক্তি বাড়াতে শুরু করে, তাহলে স্বাভাবিকভাবেই একাধিক জেলায় বিজেপি যে সাংগঠনিক সফল্য অর্জন করেছিল তা নিমেষের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে অনুমান রাজনীতির কারবারিদের। প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে মুকুল রায় জেলার ব্লক স্তরের নেতাকর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন বলে জানা যায়। যার ফলে মুকুল রায়ের সাথে প্রতিমুহূর্তে অনুগামীরা থাকেন। মুকুল রায় যে দিকে যান তাঁর অনুগামীরাও ঠিক সেদিকেই দলবদল করেন। মুকুল রায়ের সবথেকে বড় শক্তি এই সাংগঠনিক জোর বলে মনে করেন বিশেষজ্ঞরা।

যখন 2017 সালে মুকুল রায় বিজেপি তে গিয়েছিলেন, তখনও তৃণমূলের সাংগঠনিক স্তরে বেশ বড় রকমের ভাঙন ধরিয়েছিলেন তিনি। তাই এবার যখন আবার মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন, সেই একই ভয় চেপে বসছে গেরুয়া শিবিরেও। পাশাপাশি গেরুয়া শিবিরের অন্যতম বড় চিন্তা দলের অন্তর্কলহ। সব মিলিয়ে গেরুয়া শিবিরের কাছে এখন সাংগঠনিক জোর বজায় রাখা এবং দলীয় শক্তি ধরে রাখা অন্যতম চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!