এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুলকে আক্রমণ করতে গিয়ে জড়ানো হচ্ছে তার নাতনিকেও! তৃণমূল নেতার শালীনতা বোধ নিয়ে প্রশ্ন!

মুকুলকে আক্রমণ করতে গিয়ে জড়ানো হচ্ছে তার নাতনিকেও! তৃণমূল নেতার শালীনতা বোধ নিয়ে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে শালীনতার মাত্রা অতিক্রম করা নেতা-নেত্রীর সংখ্যা খুব একটা কম নয়। কখনও দিলীপ ঘোষ, আবার কখনও বা অনুব্রত মণ্ডল একে অপরের বিরুদ্ধে নানা সময়ে অশ্লীল মন্তব্য করে রাজনীতিকে সরগরম করে তুলেছেন। কিন্তু কেউ কখনই কারো ব্যক্তিগত আত্মীয়-পরিজন সম্পর্কে কোনো অশ্লীল মন্তব্য করেননি‌। কিন্তু এবার সেরকমই একটি মন্তব্য করে মুকুল রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র কুনাল ঘোষ।

বস্তুত, সাম্প্রতিককালে মুকুল রায় বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলে নানা মহলে জল্পনা তৈরি হয়েছিল‌। তবে প্রথম থেকেই মুকুলবাবু জানিয়ে দিয়েছিলেন, তিনি বিজেপিতে আছেন এবং বিজেপিতেই থাকবেন। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন মহলে নিয়ে জল্পনা ক্রমশ ছড়িয়ে পড়ে। এমনকি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এই ব্যাপারে মুকুল রায় বিজেপি ছেড়ে অন্য কোনো দলে যোগদান সম্পর্কে জল্পনা সূচক মন্তব্য করেন।

কিন্তু তারপরেও নিজের অবস্থানে অনড় ছিলেন মুকুলবাবু। আর এবার মুকুল রায় যখন বিজেপিতে আছে এবং বিজেপিতেই থাকবেন বলে দাবি করছেন, ঠিক তখনই তার নাতনিকে টেনে নিয়ে এসে অশালীন মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। সূত্রের খবর, এদিন সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে মুখপাত্র কুনাল ঘোষ বলেন, “মুকুলবাবু তৃণমূলে আলোচনা হয়েছে কিনা, তা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন। মুকুলবাবু নিজের নাতনির মাথায় হাত রেখে বলুন না, তিনি তৃণমূলে ফিরতে আগ্রহ দেখাননি। বলুন না যে তিনি এই নিয়ে তৃণমূলের সঙ্গে কোনো আলোচনায় বসেননি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর আশ্চর্যজনকভাবে কুনাল ঘোষ যখন এই কথা বলছেন, সেদিন মুকুল রায়ের নাতনির জন্মদিন। স্বাভাবিকভাবেই কেন কুণালবাবু মুকুল রায়ের নাতনিকে টেনে এনে এই ধরনের কথা বললেন তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সত্যিই কি বঙ্গ রাজনীতিকে এই ধরনের সংস্কৃতি মানায়? কেন কুনাল ঘোষ এই ধরনের কথা বললেন?

এদিন এই ব্যাপারে পাল্টা মুকুল রায় বলেন, “তৃণমূলের মুখপাত্রের কথার কি জবাব দেব! এ বিষয়ে যা বলার তা তো সাংবাদিক বৈঠক করে বলেছি। তাই নতুন কিছু বলার নেই।” সবমিলিয়ে কুণাল ঘোষের মুকুল রায়ের নাতনিকে টেনে এনে বঙ্গ রাজনীতিতে নতুন করে অশালীন মন্তব্যের রেওয়াজ আনায় এখন তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!