এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুলকে বড় পদ উপহার তৃণমূলের, তীব্র জল্পনা!

মুকুলকে বড় পদ উপহার তৃণমূলের, তীব্র জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একসময় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়কে ঘিরে এখন জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রথম তৃণমলকে ধাক্কা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে ঘাসফুল শিবিরকে চাপে ফেলে দিয়েছিলেন তিনি। যত সময় গিয়েছে, ততই তার হাত দিয়ে ফুলে-ফেঁপে উঠেছে গেরুয়া শিবির। তবে বর্তমান পরিস্থিতিতে মুকুল রায়ের সঙ্গে বিজেপির অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে বলে দাবি করছেন একাংশ। 2021 এর বিধানসভা নির্বাচনে তাকে সেভাবে কাজে লাগানো হয়নি। যার জেরে বিজেপি ভালো ফল করতে পারেনি বলে দাবি মুকুল রায়ের ঘনিষ্ঠ মহলের।

আর এই পরিস্থিতিতে 2021 এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হলেও, মুকুল রায়কে বিরোধী দলনেতা করা হয়নি। বরঞ্চ সেই জায়গা পেয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে স্ত্রীর অসুস্থতার সহ নানা বিষয়ে সেই মুকুল রায় ব্যস্ত থাকলেও, তার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে, বিজেপি বর্তমানে বিরোধী দলের জায়গা লাভ করেছে। তাই বিধানসভার কিছু কমিটির দায়িত্ব বিরোধী দলকেও দিতে হয়। সেদিক থেকে গুরুত্বপূর্ণ পাবলিক একাউন্টস কমিটি কার হাতে থাকবে, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা।

তবে অবশেষে এই কমিটি বিজেপির হাতেই যেতে চলেছে বলে খবর। আর এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানো হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনে বিধায়ককে জয়লাভ করলেও মুকুল রায়কে সেইভাবে সক্রিয় হতে দেখা যাচ্ছে না। হয়ত বা স্ত্রীর অসুস্থতা সহ পারিবারিক কারণে ব্যস্ত থাকার কারণেই তিনি দলে সক্রিয় হতে পারছেন না। তবে সম্প্রতি তার স্ত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তারপরেই সেই মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পায়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের সহধর্মিনীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পরেই পাল্টা তৎপরতা শুরু হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী ফোন করে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় কেমন আছেন, সেই ব্যাপারে জানতে চান। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও হাসপাতালে গিয়ে মুকুল রায়ের সহধর্মিনীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন।

আর এই পরিস্থিতিতে সদ্য জিতে আসা মুকুল রায়কে বিরোধী দলনেতা পদে না বসানো হলেও, গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ মুকুল রায়ের দলের সঙ্গে যাতে কোনো দূরত্ব না হয় এবং তিনি যাতে দলের কাজ আগ্রহ সহকারে করেন, তার জন্যই মুকুল রায়কে এই গুরুত্বপূর্ণ পদে বসানোর উদ্যোগ নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। একাংশ বলছেন, দীর্ঘদিন বিজেপিতে থেকে গেরুয়া শিবিরকে অনেক সাফল্য পাইয়ে দেওয়ার পেছনে সহযোগিতা করেছেন মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্য দল থেকে নেতা নিয়ে আসা থেকে শুরু করে লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে অভূতপূর্ব ফলাফল করানোর পেছনে প্রধান কৃতিত্ব ছিল মুকুলবাবুর। কিন্তু তারপর তাকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হলেও, বাংলার বিধানসভা নির্বাচনের তেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। উল্টে তাকে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে দিয়ে রাজ্যের অন্যান্য জায়গায় আর প্রচারের কাজে লাগানো হয়নি। স্বাভাবিক ভাবেই এই বিষয়টা কিছুটা হলেও ক্ষুব্ধ করেছিল মুকুল রায়কে।

আর সেই কারণে নিজের বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর থেকে নিজের জয় নিশ্চিত করেছিলেন তিনি। আর তারপর থেকেই মুকুল রায়ের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হতে শুরু করেছে বলে দাবি করেন একাংশ। বয়সে অত্যন্ত ছোট শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেও, মুকুল রায়কে সেই পদ দেয়নি ভারতীয় জনতা পার্টি।

স্বাভাবিক ভাবেই এই বিষয়ে জল্পনা আরও বাড়তে শুরু করে। আর এই পরিস্থিতিতে এবার মুকুল রায়ের স্ত্রীর অসুস্থতা নিয়ে যখন রাজ্য রাজনীতিতে নানা সমীকরণ দেখা দিতে শুরু করেছে, ঠিক তখনই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সেই মুকুল রায়কে করতে পারে ভারতীয় জনতা পার্টি বলে জল্পনা শুরু হয়ে গেল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!