এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুলকে চাপে রাখতে বিধানসভায় বিজেপির তুরুপের তাস কে? গেরুয়া শিবিরের পদক্ষেপে বাড়ছে জল্পনা!

মুকুলকে চাপে রাখতে বিধানসভায় বিজেপির তুরুপের তাস কে? গেরুয়া শিবিরের পদক্ষেপে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   সাধারণত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ পায় বিরোধীরা। তবে এই পদ যে বিরোধীদের হাতেই দিতে হবে বা সেই কমিটির চেয়ারম্যান যে বিরোধীদের পক্ষ থেকেই হবে, এমন কোনো নিয়ম নেই। কিন্তু প্রথা বলে বিরোধীদের পক্ষ থেকে কোনো একজন বিধায়ককে এই কমিটির চেয়ারম্যান করা হয়। 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 213 আসন পেয়েছে। অন্যদিকে 77 টি আসন পেয়ে বিরোধী দলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে প্রথম দিন থেকেই বিজেপির পক্ষ থেকে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের দাবিদার নিয়ে লড়াই করা হচ্ছে।

এক্ষেত্রে মুকুল রায় যখন ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, তখন তাকেই এই কমিটির চেয়ারম্যান করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। পরবর্তীতে মুকুল রায়ের বদলে সামনে আসে বালুরঘাটের বিজেপি বিধায়ক ডঃ অশোক লাহিড়ীর নাম। আর বর্তমানে সেই মুকুল রায় নিজের পুরনো ঘর তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। অনেকে মনে করছেন, বিজেপিকে এবার এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেওয়া নাও হতে পারে। এক্ষেত্রে সদ্য দলে আসা মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান করতে পারে তৃণমূল কংগ্রেস।

তবে কোনোমতেই এই কমিটি হাতছাড়া করতে রাজি নয় ভারতীয় জনতা পার্টি। নিজেদের মত করে কৌশল প্রয়োগ করতে শুরু করেছে তারা। বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ অশোক লাহিড়ীর নাম পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে জমা দেওয়া হয়েছে। আর তারপরেই জল্পনা তৈরি হয়েছে, সদ্য তৃণমূল কংগ্রেসের যাওয়া মুকুল রায়ের সঙ্গে বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর মধ্যে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান নিয়ে ব্যাপক দড়ি টানাটানি তৈরি হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষ্ণনগর উত্তরে বিজেপির টিকিটে জয়লাভ করেছেন মুকুল রায়। কিন্তু তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিজেপির পক্ষ থেকে তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার আগেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে যথেষ্ট চাপে পড়ে যায় ভারতীয় জনতা পার্টি। বর্তমানে সেই মুকুল রায়কে দলত্যাগে বিরোধী আইন কার্যকর করে তার বিধায়ক পদ খারিজ করার জন্য উঠেপড়ে লেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অন্যদিকে বিরোধীদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব না দিয়ে তা নিজেদের হাতে রাখতে পারে শাসক দল বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান করা হতে পারে। তবে বিজেপি কোনোমতেই গোটা বিষয়টিকে হালকা ভাবে নিতে নারাজ।

এক্ষেত্রে তৃণমূলের সঙ্গে রীতিমত লড়াই করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যাতে তাদের হাতে রাখা যায়, তার জন্য চেষ্টা শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর সেই কারণেই বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করে এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিজেদের দাবি-দাওয়া রাখতে শুরু করে দিল গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই এখন বিধানসভার অন্দরে গুরুত্বপূর্ণ এই কমিটির ভবিষ্যত কি, কার হাতে যেতে চলেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলে যোগ দেওয়া মুকুলবাবু, নাকি বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, কে হবেন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান? এদিন এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, “পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হওয়া মানে অনেক হিসেব নিকেশের ব্যাপার থাকে। মুকুল রায় সেই সমস্ত কিছুর ধার ধারেন না। যে কারণে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর নাম জমা দেওয়া হয়েছে। এতে কাগজপত্র হিসেব-নিকেশ ইত্যাদি নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়। সরকারি হিসেব-নিকেশ সবকিছু ঠিকঠাক চলছে কিনা, তার উপর নজর রাখে পিএসসি কমিটি। তাই সেখানে অর্থনীতিবিদ হিসেবে পরিচিত অশোক লাহিড়ীকেই দায়িত্ব দেওয়া হোক।”

তবে গোটা বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে বিজেপির টিকিটে জয়লাভ করা বর্তমানে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান করা হবে, অর্থাৎ তৃণমূলের হাতেই থাকবে পিএসসি কমিটি? নাকি অতীতের মতই প্রথাকে মান্যতা দিয়ে তা চলে যাবে বিরোধী দল বিজেপির হাতে! এখন সেটাই নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে শাসক-বিরোধী তরজা যে ক্রমবর্ধমানভাবে বজায় থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!