এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুলের বিধায়ক পদ খারিজের বড় অস্ত্র পেলেন শুভেন্দু ! সাংঘাতিক দাবি শুভেন্দুর !

মুকুলের বিধায়ক পদ খারিজের বড় অস্ত্র পেলেন শুভেন্দু ! সাংঘাতিক দাবি শুভেন্দুর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ২০২১ এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন মুকুল রায় আর সেখানে থেকে বিজেপির টিকিটে জয়লাভও করেন । তবে ভোটে জেতার পরে দেখা যায় সপুত্র তৃণমূলে প্রত্যাবর্তন করে নেন তিনি তার পরেই পিএসির চেয়ারম্যানের বিশষ পদ তিনি  ।যদিও  বিজেপি টিকিটে জয়লাভের জন্য তাঁর বিধায়ক পদ খারিজ করতে আদালতের দ্বারস্থ হয় বিজেপি ।কিন্তু তৃণমূলের দাবি, মুকুল রায় এখনো বিজেপিতেই আছেন কিন্তু মুকুল রায় যে তৃণমূল গেছেন তার প্রমাণস্বরূপ এদিন কিছু ছবি ও একটি ভিডিও ট্যুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

যেখানে তিনি দাবি করেছেন,  তৃণমূলের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুল রায় । এদিন  ট্যুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন,’আম্রকুঞ্জে ফাগুন মাসে,/গাছে গাছে মুকুল আসে, /সব মুকুল-ই কি ফল ধরায়?/হওয়ার অল্প দোলায় ঝরে যায়। /বইতে বইতে এ-কূল,ও-কূল, অন্য কাননে গিয়ে পড়ে মুকুল।’ এরপর তিনি লিখেছেন, ‘পবিত্র ঈদের দিনে তৃণমূলের নতুন চকচকে দলীয় কার্যালয়ের উদ্বোধনে ‘বিধানসভায়’ কৌশলী ও বাইরে তৃণমূলী নেতা শ্রী মুকুল রায়।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!