এখন পড়ছেন
হোম > জাতীয় > মূল্যবৃদ্ধি রুখতে পেট্রোপণ্যের উপর শুল্ক কমালো কেন্দ্র, রাজ্য হাঁটতে চলেছে কোন পথে?

মূল্যবৃদ্ধি রুখতে পেট্রোপণ্যের উপর শুল্ক কমালো কেন্দ্র, রাজ্য হাঁটতে চলেছে কোন পথে?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পেট্রোল-ডিজেলের ব্যাপক মূল্যবৃদ্ধি সর্বশান্ত করে দিয়েছে আমজনতাকে। এই পরিস্থিতিতে দীপাবলিতে বড়োসড়ো ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোপণ্যের উপর এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে কেন্দ্র। যার ফলে এক ধাক্কায় পেট্রোলের দাম পাঁচ টাকা ডিজেলের দাম দশ টাকা কমেছে। কেন্দ্রের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, রাজ্যগুলিও যেন পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দেয়। এবার প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গ কোন পথে হাঁটতে চলেছে?

প্রসঙ্গত বিজেপি শাসিত একাধিক রাজ্য পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়েছে। তাই সেই রাজ্যগুলিতে পেট্রোপণ্যের দাম অনেকটাই কমেছে। যেমন অসমে ৭ টাকা টাকা দাম কমানো হয়েছে, কর্ণাটক, ত্রিপুরা, বিহারেও পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দেয়া হবে। আবার উত্তরপ্রদেশে একেবারে ১২ টাকা ভ্যাট কমিয়ে দেয়া হয়েছে পেট্রোপণ্যের উপরে। বিজেপি শাসিত রাজ্য গুলি পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, বিজেপি শাসিত নয় এমন রাজ্য যেমন ওড়িশা, সিকিম পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়েছে। এখন প্রশ্ন পশ্চিমবঙ্গ কি করতে চলেছে? তৃণমূল সরকার কি মানুষকে রেহাই দিতে পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দেবে? যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছে তৃণমূল সরকার। তবে এ প্রসঙ্গে একটি টুইট করতে দেখা গেছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে।

কুনাল ঘোষ জানিয়েছেন, নিজেরা তেলের দাম বাড়িয়ে সামান্য কর কমানোর নাটক করছে কেন্দ্র। কেন্দ্র কর বেশি পায়। তাই ক্ষতি কম। বিজেপি শাসিত রাজ্য গুলি কেন্দ্রের প্রাপ্য পেয়ে থাকে, তারা বাড়তি পায়। তাই কর কমিয়ে দিলেও তারা পুষিয়ে নেয়। কিন্তু বাংলা তার বকেয়া টাকাই পায় না। লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমিয়ে দেবার নাটক করছে কেন্দ্র। আগে তেলের মূল দাম কমানো হোক।

তাঁর এই টুইট থেকে অনেকেই মনে করছেন যে, এ রাজ্যে পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর সম্ভাবনা তেমন একটা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে যে সরকার এতটা প্রচার করেছে, এতটা বিরোধিতা করেছে কেন্দ্রের, এবার কেন্দ্রীয় সরকার যখন পেট্রোপণ্যের উপর এক্সাইজ ডিউটি কমিয়ে দিল, সে ক্ষেত্রে রাজ্য সরকার কেন পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দিয়ে মানুষকে রেহাই দিচ্ছে না?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!