এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের দ্বন্দ্বে গ্রীন সিটি প্রকল্পের ৬ কোটি টাকা ফেরত গেল

পুরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের দ্বন্দ্বে গ্রীন সিটি প্রকল্পের ৬ কোটি টাকা ফেরত গেল

বীরনগর পুরসভার গ্রীন সিটি প্রকল্পের জন্য ছ’ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্যসরকার। কিন্তু এগোয়নি প্রকল্পের কাজ।  গত আর্থিক বছর ওই টাকা খরচ করতে না পারার জন্য গোটা টাকাই ফেরত গেল রাজ্যের কোষাগারে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানে মতবিরোধ প্রকাশ্যে এল। এদিন চেয়ারম্যান পার্থকুমার চট্টোপাধ্যায় ভাইস চেয়ারম্যান গোবিন্দ পোদ্দারের বিরুদ্ধে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানিয়েছেন,পুরসভার উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করছে ভাইস চেয়ারম্যান। অভিযোগ সিন্ডিকেট চালিয়ে উনি পুরসভার উন্নয়ন প্রকল্পে ব্যাঘাত ঘটাচ্ছেন। এমনটাই জানা গেছে রাজনৈতিক সূত্রের খবর থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

যদিও চেয়ারম্যানকে এই অভিযোগের প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি সাফ কথায় জানিয়ে দেন এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। যা জানানোর পুরমন্ত্রীকে লিখিত আকারে জানিয়েছেন বলেই তাঁর দাবী। তবে গ্রীনসিটি প্রকল্পের টাকা ফেরত যাওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে একেবারের মানতে নারাজ। জানালেন,তিনি কোনো উন্নয়নমূলক কাজে বাধা দেননি এবং তিনি কোনো সিন্ডিকেটও চালান না। পাল্টা দাবীতে জানালেন,চেয়ারম্যান বারবার পরিবর্তন হওয়ার জেরেই পুরসভার কাজ ক্ষতিগ্রস্থ হচ্ছে। কাজ এগোচ্ছে না। তাই প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে।  সঙ্গে এটাও বললেন বীরনগরবাসীকে উদ্দেশ্য করে, “বীরনগরবাসী জানে,আমি কীভাবে কাজ করি। সবসময় উন্নয়নের পক্ষে থাকি। উন্নয়নের মাধ্যমেই পুরসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

প্রসঙ্গত,২০১৩ সালে পার্থকুমার চট্টোপাধ্যায় পুরসভার চেয়ারম্যান হিসাবে নি্যুক্ত হন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ফলত পুরসভা তৃণমূলের দখলে আসে। ২০১৫ সালে পুর নির্বাচনে সিপিএম এর সমর্থন নিয়ে জয়ী হন কাউন্সিলার গোবিন্দ পোদ্দাী এবং নন্দদুলাল রায়।  ১১ টি আসনে জয় লাভ করে তৃণমূল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পুরসভা থেকে নেতৃত্ব দেয়। ২০১৭ সালের জুনে শঙ্কর সিং-এর হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন বীরনগরের দুই নির্দল কাউন্সিলার গোবিন্দ বাবু এবং নন্দবাবু। শঙ্করবাবু তৃণমূলের টিকিট কাটার কিছুদিনের মধ্যেই বীরনগর পুরসভার চেয়ারম্যান হন স্বপন দাস এবং ভাইস চেয়ারম্যান হন গোবিন্দ বাবু।এরপর ২০১৮ সালের মার্চে পুরসভায় নির্বাচন হন। চেয়ারম্যান পদে ফের অভিষেক হয় পার্থ কুমার চট্টোপাধ্যায়ের।  কিন্তু ভাইস চেয়ারম্যান গোবিন্দ বাবুই থেকে যান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!