এখন পড়ছেন
হোম > রাজ্য > মেয়াদ উত্তীর্ণ পুরসভাতে প্রশাসক বসানোর পাশাপাশি সাংসদ-বিধায়কদের বিশেষ নজরদারিও চালু

মেয়াদ উত্তীর্ণ পুরসভাতে প্রশাসক বসানোর পাশাপাশি সাংসদ-বিধায়কদের বিশেষ নজরদারিও চালু

ইতিমধ্যেই রাজ্যে 11 টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নিয়মানুযায়ী, মেয়াদ শেষ হলে তা রাজনৈতিক দলের হাত থেকে সরাসরি চলে যায় প্রশাসকের হাতে। কিন্তু সরকার নিযুক্ত প্রশাসকের হাতে সমস্ত ব্যাপারটি চলে গেলেও দলীয় স্তরে সেই পুরসভারগুলোর প্রতি এবার নজর রাখতে চায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, সম্প্রতি রাজ্যের মেয়াদ শেষ হওয়া পুরসভাগুলিতে এবার নজরদারি চালাতে স্থানীয় বিধায়ক, পুরসভার চেয়ারম্যান এবং গুরুত্বপূর্ণ দলীয় প্রতিনিধিকে নিয়ে একটি কমিটি গড়তে চলেছে শাসকদল। জানা গেছে, প্রয়োজন হলে এই কমিটিতে রাখা হতে পারে স্থানীয় সাংসদকেও। কিন্তু কেন হঠাৎ পুরসভার প্রতি নজরদারি চালাবে শাসকের এই সিদ্ধান্ত?

তৃণমূলের একাংশের মতে, মেয়াদ শেষ হওয়া পুরসভাগুলিতে আদৌ লোকসভা ভোটের আগে নির্বাচন করানো সম্ভব হবে কি না তা জানা নেই কারোরই। কেননা, লোকসভার আগে নির্বাচন হলে মনোনয়ন পর্ব থেকে নির্বাচন পর্ব পর্যন্ত একদিকে দলীয় গোষ্ঠী কোন্দল, অন্যদিকে বিরোধীদের সাথে সংঘর্ষে ভাবমূর্তি খারাপ হতে পারে শাসকদলের। আর তাই সেই আশঙ্কা থেকে লোকসভার আগে পুরভোট করানোর সম্ভাবনা অনেকটাই কম।

তবে পুরসভাগুলিতে নিজেদের রাশ যাতে হালকা না হয় সেই কারণে প্রশাসকের সাথে সম্পর্ক রেখে সেই পুরসভাগুলিতে নিজেদের নজরদারি চালাতে চাইছে শাসকদল। এদিকে প্রশাসকের হাতে মেয়াদ শেষ হওয়া পুরসভাগুলি চলে যাওয়ায় বেশকিছু সমস্যাও সামনে আসতে শুরু করেছে। তাই প্রশাসনের হাতে সবটা ছেড়ে দিলে সাধারণ মানুষকে ভুগতে হবে বলে এদিন জানান পুর বিষয়ক কাজকর্মের সঙ্গে যুক্ত এক তৃণমূল নেতা। কিন্তু এই এই মেয়াদ শেষ হওয়া পৌরসভাগুলিতে নজরদারি চালানোর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রশ্নের উত্তরে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আইন মোতাবেক প্রশাসনিক কাজ হবে। কিন্তু নাগরিক জীবনের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব দলেরও রয়েছে। আর তাই এই কমিটি করা হয়েছে।” সব মিলিয়ে একদিকে মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে প্রশাসক বসানোর পাশাপাশি এবার দলীয় স্তরেও নজরদারি রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!