এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরসভার প্রস্তুতিতে প্রশ্নমালা তৈরি টিম পিকের, জোর গুঞ্জন!

পুরসভার প্রস্তুতিতে প্রশ্নমালা তৈরি টিম পিকের, জোর গুঞ্জন!

 

তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল কোচবিহার। তবে লোকসভা নির্বাচনে এই কোচবিহার লোকসভা কেন্দ্র দখল করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি তারপর থেকেই ক্রমশ কোচবিহারের ব্যাকফুটে চলে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তবে সম্প্রতিকালে একের পর এক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে কোচবিহারে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তারা।

কিন্তু লোকসভায় কোচবিহার লোকসভা কেন্দ্র তৃণমূল দখল করতে না পারলেও, আগামী পৌরসভা নির্বাচনে যাতে তারা সাফল্যের সঙ্গে দাগ কাটতে পারে, তার জন্য মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির। তবে শুধু তৃণমূল কংগ্রেস নয়, কোচবিহার ও দিনহাটা পৌরসভা তৃণমূলের দখলে আনার জন্য ইতিমধ্যেই কাকে প্রার্থী করা যায়, তার ব্যাপারে প্রশ্নমালা সাজিয়ে জনমত যাচাই করতে দেখা যাচ্ছে তৃণমূলের রণনীতিকার প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের।

জানা গেছে, কোচবিহার পুরসভায় তৃণমূলের পুরপ্রধান ভূষণ সিংহ এবং দিনহাটা পৌরসভায় তৃণমূলের পুরপ্রধান উদয়ন গুহকে নিয়ে বিভিন্ন এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন টিম পিকের সদস্যরা। অর্থাৎ এই দুই পুরপ্রধান তাদের সময়কালে ঠিক কতটা কাজ করতে পেরেছেন, তা সাধারণ মানুষের কাছ থেকে জেনে নিতে চাইছে পিকের টিম। আর তা জেনে নিয়েই আগামী পৌরসভা নির্বাচনে প্রার্থী ঠিক করতে চাইছে তৃণমূল কংগ্রেস বলে মত বিশেষজ্ঞদের। একাংশ বলছেন, লোকসভা নির্বাচনের আগে বিশেষত নীচুতলায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দুর্নীতি বাসা বাঁধার কারণে মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে সেদিক থেকে তৃণমূলের একাংশ কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠতে শুরু করেছিল। তাই সেই সমস্ত অভিযোগকে মিলিয়ে দিতে এবারে পুর নির্বাচনে প্রার্থী করার পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। যে ক্ষেত্রে বিভিন্ন এলাকায় গিয়ে পুর নির্বাচনের প্রস্তুতি হিসেবে কাকে প্রার্থী করলে ভালো হয়, তা জনসাধারণের কাছ থেকে জানতে শুরু করেছে প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা।

আর স্বচ্ছ মুখকে প্রার্থী করেই আগামী পৌর নির্বাচনে ভালো ফল করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে সেই প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের কাজে লাগিয়ে কোচবিহার এবং দিনহাটা পৌরসভার ক্ষমতা দখল করতে সেখানকার তৃণমূল বোর্ডের কাজ কেমন হয়েছে, তা জানতে মানুষের কাছে পৌঁছেছে পিকের টিম। যদিও বা প্রশান্ত কিশোরের টিম এইভাবে জনমত যাচাই করলেও, তা নিয়ে মুখ খুলতে চাননি দুই পৌরসভার তৃণমূলের পৌরপ্রধান উদয়ন গুহ এবং ভূষণ সিংহ।

তারা ইতিমধ্যেই নিজেদের মতো করে জনসংযোগ রক্ষা করতে শুরু করেছেন। এদিন এই প্রসঙ্গে দিনহাটা পৌরসভার পৌরপ্রধান উদয়ন গুহ বলেন, “আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি। মানুষের কাছে নিজেদের কথা তুলে ধরছি। উন্নয়ন এবং বর্তমান পরিস্থিতি দেখে যদি মানুষ ভোট দেন, তাহলে তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে।”

অন্যদিকে এই ব্যাপারে কোচবিহার পৌরসভার তৃণমূলের পুরপ্রধান ভূষণ সিং বলেন, “আমি শুনেছি দলীয় স্তরে খোঁজখবর নেওয়া হচ্ছে। দুই একজনের জন্য লোকসভায় আমাদের পিছিয়ে পড়তে হয়। এখন পরিস্থিতি অন্যরকম। তবে দল যা সিদ্ধান্ত নেবে, আমরা মেনে নেব।” তবে জনমত যাচাই করে প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের কাছে পুরপ্রধানের ব্যাপারে অভিযোগ আসে, তাহলে তা উদয়নবাবু এবং ভূষনবাবুর কাছে অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!