এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পুরভোটের আগে দল থেকে বহিষ্কৃত হেভিওয়েট নেতা, প্রতিবাদে দলত্যাগের হিড়িক

পুরভোটের আগে দল থেকে বহিষ্কৃত হেভিওয়েট নেতা, প্রতিবাদে দলত্যাগের হিড়িক

সারা রাজ্যে সিপিএমের অবস্থা খুব একটা ভালো নয়। গত 2011 সালে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর যত দিন যাচ্ছে, ততই সিপিএমের অবস্থা পর্যুদস্ত হয়েছে। একের পর এক নির্বাচনে বামফ্রন্ট লড়াই করলেও, সেভাবে সাফল্য পায়নি। বরঞ্চ তাদের ভোট কমতে শুরু করেছে। আর এহেন একটা পরিস্থিতিতে যখন সিপিএম ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে, ঠিক তখনই সিপিএম থেকে বহিষ্কৃত হলেন উত্তর দিনাজপুর জেলার এবিটিএর সম্পাদক তথা সংগঠনের রাজ্য কমিটির সদস্য বিপুল মৈত্র। যা নিয়ে এখন জেলা তথা রাজ্য বামফ্রন্টের অন্দরে তৈরি হয়েছে তীব্র শোরগোল।

জানা গেছে, জেলা কমিটি তৈরির ব্যাপারে জেলা নেতৃত্বের নির্দেশ না মানার কারণে বিপুলবাবুকে বহিস্কার করা হয়েছে। তবে বিপুলবাবুকে বহিস্কার করার সাথে সাথেই অনেক সিপিএমের এই সংগঠনের সদস্যরা তাদের পদ থেকে প্রতিবাদ করে পদত্যাগ করা শুরু করেছেন। যা নিঃসন্দেহে আগামী পৌরসভা নির্বাচনের আগে বামফ্রন্টের অন্দরমহলে তৈরি করেছে তীব্র অস্বস্তি। জানা গেছে, এবিটিএর জেলার সহ-সভাপতি গৌতম সিনহাও নিজের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন। কিন্তু কী কারণে তিনি পদত্যাগ করলেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিন এই প্রসঙ্গে গৌতমবাবু বলেন, “পার্টির ব্যাপারে বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, পার্টিতে থাকা-না-থাকা বড় কথা নয়। আজন্ম বামপন্থী থাকব। লাল ঝান্ডা নিয়ে থাকব।” তাহলে কি বিপুল মৈত্রকে দল থেকে বহিষ্কার করে দেওয়ার জন্যই তিনি এরকম সিদ্ধান্ত নিলেন! এদিন এই প্রসঙ্গে বিপুলবাবু বলেন, “দলের ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমার সেই এক্তিয়ার নেই। তবে আমি এবিটিএর জেলা সম্পাদক পদে আছি। সংগঠনের রাজ্য কমিটিতেও আছি।”

সব মিলিয়ে এখন পৌরসভা ভোটের মুখে বামফ্রন্টের অন্দরে এক নেতা বহিষ্কার দলকে কোন দিকে নিয়ে যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!