এখন পড়ছেন
হোম > রাজ্য > আসন্ন পৌরসভার নির্বাচনে সাফল্য পেতে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছেন সাংসদ অর্পিতা ঘোষ

আসন্ন পৌরসভার নির্বাচনে সাফল্য পেতে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছেন সাংসদ অর্পিতা ঘোষ


দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভায় শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে পুর নির্বাচন। আর সেই নির্বাচনকে লক্ষ্য করেই নয়া রাজনৈতিক কৌশল প্রস্তুত করলেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ। এদিন তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে পৌঁছেই প্রথমেই উপস্থিত হলেন বালুরঘাট পৌরসভায় । সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের সকল কাউন্সিলারদের সঙ্গে জরুরি বৈঠক করলেন। গত পাঁচ বছরে বালুরঘাট পৌরসভা অন্তর্ভূক্ত এলাকায় কী কী উন্নয়ন মূলক কাজ হয়েছে সেই বিষয়ে অঞ্চলের সাধারণ মানুষকে অবগত করতে , তিনি উন্নয়ন মূলক কাজের সম্পূর্ণ বিবরন সহ প্রচার পুস্তিকা ছাপিয়ে তা সাধারণ মানুষের মধ্যে বন্টনের নির্দেশ দিলেন। জানা যাচ্ছে এই দুই কাউন্সিলারকে এই উন্নয়ণ মূলক পুস্তিকা ছাপানোর জন্যে প্রাথমিক ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও সাংসদ জানিয়েছেন তিনি নিজেই এই পুস্তিকার চূড়ান্ত রূপ দেবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া

এলাকার সাংসদের এদিন পৌরসভায় উপস্থিতির সময়ে শুধু দলীয় কাউন্সিলারই নয় পৌরসভার চেয়ারম্যান রাজেন শীল এর সাথেও তিনি এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন। পাশাপাশি বিগত পাঁচ বছরে বালুরঘাট পৌরসভা কি কাজ হয়েছে আর কি কি কাজ হয়নি তার হিসেব চান তিনি। যে যে কাজ শেষ হয়নি সেগুলি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। কাউন্সিলারের সঙ্গে বৈঠক করার পর সাংসদ পৌরসভার সামগ্রিক কাজে খুশি হলেও মানুষের কাছে পৌরসভা তার কথা ঠিক মত তুলে ধরতে পারেনি বলে জানান। তাছাড়া পানীয় জলের প্রকল্প নিয়ে দীর্ঘ সুত্রিতার অভিযোগ আছে বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে তার খুব দ্রুত সমাধান হবে বলেও জানান সংসদ । এছাড়া তিনি যে আগামী পৌর নির্বাচনের আগে বালুরঘাটে আসবেন ও এখন থেকেই নির্বাচন পরিচালনা করবেন তও স্পষ্ট জানিয়ে দেন। এদিনের বৈঠকে পৌরসভার সমস্ত বকেয়া কাজ দ্রুত নিষ্পত্তি করার উপর বিষয়ে তিনি গুরুত্ব দিতে বলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!